রামসু বাজারে সেনা সেটলার হামলা বিচারের দাবিতে গুইমারায় পোস্টারিং

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ সেনা সেটলার কর্তৃক হামলা, তিন পাহাড়িকে হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সেনা সদস্য ও সেটলারদের গ্রেফতার, বিচার ও শাস্তির দাবিতে গুইমারা উপজেলার প্রায় সকল এলাকায় পোস্টারিং করা হয়েছে।
গুইমারা ছাত্র যুব সমাজের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে সাঁটানো হাতে লেখা এসব পোস্টারে লেখা রয়েছে “রামসু বাজার গণহত্যার বিচার চাই; তিন মারমা হত্যাকারীর বিচার চাই; গুইমারা সেনা ব্রিগেড প্রত্যাহার কর; পাহাড়ি বিদ্বেষী ব্রিঃ জেঃ সামসুদ্দীন রানা-কে প্রত্যাহার কর; মারমা হত্যাকারী সেনাদের শাস্তি চাই; রামসু বাজারে হামলাকারী সেনা-সেটলারদের শাস্তি চাই, মারমা কিশোরী ধর্ষকদের গ্রেফতার-শাস্ত্রি চাই, রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাও” পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নাও” ইত্যাদি।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণে জড়িত সকল ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে জুম্ম ছাত্র জনতার আহ্বানে গুইমারার রামসু বাজার এলাকায় অবরোধ পালনকালে সেনা-সেটলররা হামলা চালায়। এ সময় হামলাকারীরা রামসু বাজার ও আশে-পাশে পাহাড়িদের বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর চালায়। এতে তিন মারমা যুবক নিহত হয় এবং প্রায় ৭৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।