রাষ্ট্রীয় মদদে স্বনির্ভর হত্যাকাণ্ডের ৩ বছর উপলক্ষে দীঘিনালায় পিসিপি’র স্মরণসভা

দীঘিনালা প্রতিনিধি।। রাষ্ট্রীয় মদদে খাগড়াছড়ির স্বনির্ভর হত্যাকাণ্ডের ৩ বছর উপলক্ষে দীঘিনালায় স্মরণ সভা ও অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালনে করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) দীঘিনালা উপজেলা শাখা।
আজ ১৮ আগস্ট ২০২১ বুধবার সকাল ১০টায় অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিঠুন চাকমার সঞ্চালনায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সুবর্ণ চাকমা ও তপন চাকমা, পিসিপি, এইচডব্লিউএফ ও ডিওয়াইএফ পক্ষ থেকে নয়ন চাকমা, জ্ঞান প্রসাদ চাকমা ও মিনাকী চাকমা এবং ইউপিডিএফ পক্ষ থেকে অটল চাকমা ও বিষয় চাকমা।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ তপন, এল্টন, পলাশসহ সকল শহীদদের সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় স্মরণ সভা।
“খুনী-সন্ত্রাসীদের রেহাই নেই, জালিন সরকারের পতন অবশ্যম্ভাবী, পূর্ণস্বায়ত্তশাসন কায়েম করে শহীদ তপন-এল্টন-পলাশের রক্তের শোধ নেবো” এই শ্লোগানে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিঠুন চাকমা। পিসিপি’র দীঘিনালা উপজেলা শাখার সদস্য নয়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন স্মরণ সভায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র সংগঠক অটল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলার সভাপতি রিটেন চাকম ওহিল উইমেন্স ফেডারেশন উপজেলা সহ-সভাপতি মিনাকী চাকমা প্রমুখ।
রাষ্ট্রীয় মদদেই ২০১৮ সালের আজকের এই দিনে (১৮ আগস্ট) স্বনির্ভর বাজারে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে অভিযোগ করে বক্তারা বলেন, যদি এ হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রীয় প্রশাসন জড়িত না থাকতো তাহলে ৩ বছরে নিশ্চয় সন্ত্রাসীদের গ্রেফতার করা হতো। কিন্তু আমরা দেখছি সন্ত্রাসীদের গ্রেফতারতো দূরের কথা উপরন্তু তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে রেখে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।
বক্তারা স্বনির্ভর হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।