রিকো চাকমাকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পিসিপি’র প্রাক্তন নেতৃবৃন্দের বিবৃতি

0

সিএইচটিনিউজ.কম
পিসিপি’র সাবেক সভাপতি রিকো চাকমাকে নিরাপত্তা বাহিনী কর্তৃক আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক নেতৃবৃন্দ।

রিকো চাকমা গত ২২ এপ্রিল রাতে এসআলম কোচে করে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এডভোকেটশিপ পরিক্ষায় অংশগ্রহণ করার জন্য। এসআলম কোচটি গুইমারা উপজেলা সেনানিবাসে পৌঁছলে কয়েকজন সেনাসদস্য রিকো চাকমা’কে খোঁজ করে। রিকো চাকমা নিজের পরিচয় দিলে তারা রিকো চাকমাকে গাড়ি থেকে নেমে যেতে বলে এবং পরে তাকে গুইমারা থানা পুলিশের কাছে গছিয়ে দেয়া হয়।

Bibrityবিবৃতিতে নিরাপত্তা বাহিনী কর্তৃক রিকো চাকমাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, তাকে আটক করার মাধ্যমে প্রশাসন যে পার্বত্য সমস্যাকে রাজনৈতিক উপায়ে সমাধানের পরিবর্তে সংঘাত-হানাহানি-বিভেদ উস্কে দিচ্ছে এবং তা থেকে ফায়দা নিয়ে সমস্যাকে জিইয়ে রাখার প্রচেষ্টা চালাতে চাচ্ছে তা-ই স্পষ্ট প্রতীয়মান।
নেতৃবৃন্দ আরো বলেন, এভাবে একজন রাজনৈতিক কর্মীকে আটক করে ও হয়রানীমূলক মিথ্যা মামলা প্রদান করে পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে ঘোলাটেই করা হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে রিকো চাকমাকে পুলিশী হেফাজত থেকে মুক্তি প্রদানের জোর দাবি জানিয়েছেন।

বিবৃতি দাতারা হলেন- ১. মিঠুন চাকমা, প্রাক্তন সভাপতি, পিসিপি ২. দীপংকর ত্রিপুরা, প্রাক্তন সভাপতি, পিসিপি ও ৩. উৎপল খীসা, প্রাক্তন সহ সাধারণ সম্পাদক, পিসিপি।

উল্লেখ্য, রিকো চাকমা পিসিপি থেকে অবসর নেবার পর পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সংগঠন হিসেবে বর্তমানে কাজ করছেন।
————————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More