৪ সংগঠনের বিবৃতি

রেলওয়ে (পূর্বাঞ্চল) জিএম’র বক্তব্য গণবিরোধী

0

চট্টগ্রাম ।। ‘সিআরবিতে হাসপাতাল নির্মাণ হবেই’- রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম’র এমন বক্তব্যের নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাতীয় মুক্তি কাউন্সিল (পূর্ব-৩) এর সভাপতি ও সদস্য সচিব এডভোকেট ভুলন ভৌমিক ও এডভোকেট আমীর আব্বাস; বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, চট্টগ্রাম জেলা সংগঠক অপু দাশগুপ্ত ও সত্যজিৎ বিশ্বাস; গণমুক্তি ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক রাজা মিয়া ও নজরুল ইসলাম এবং বিপ্লবী শ্রমিক আন্দোলন, চট্টগ্রাম জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন ও দিলীপ দাশ।

আজ বুধবার (২৮ জুলাই ২০২১) সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিআরবিতে পরিবেশ বিধ্বংসী ইউনাইটেডের হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামের জনগণের প্রবল বিরোধিতা সত্ত্বেও সরকার এখনো এই প্রকল্প বাতিল করছে না। এতে বিষয়টি সুস্পষ্ট যে, সরকার লুটেরা কর্পোরেট স্বার্থের পক্ষে। এবং পরিবেশের বিনাশ হলেও সরকারের কিছুই এসে যায় না।

নেতৃবৃন্দ আরো বলেন, ইউনাইটেডের সাথে সরকার বা রেলের এমন চুক্তিকে শুধুমাত্র ব্যবসায়িক চুক্তি বলে মেনে নেবার সুযোগ নেই, এর রাজনৈতিক স্বার্থ আছে। জনগণের দাবী উপেক্ষা করে চুক্তি পূরণে অনড় সরকার- সরকারের জবাবদিহিতাহীন মানসিকতা ও জনবিচ্ছিন্ন চরিত্রের বহিঃপ্রকাশ। যেটা আজ বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্হিতির ভেতর আমরা লক্ষ্য করছি।

বিবৃতিতে ৪ সংগঠনের নেতৃবৃন্দ আবারো রেল ও ইউনাইটেডের মধ্যে চুক্তি বাতিলের দাবি জানিয়ে বলেন, রেল জনগণের সম্পদ। জনগণের মতামত বা দাবী উপেক্ষা করে যে কোনো উন্নয়ন সম্পূর্ণ গণবিরোধী এবং ঔদ্ধত্যপূর্ণ। (প্রেস বিজ্ঞপ্তি)


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More