রোয়াংছড়িতে আবারো দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত

বান্দরবান ।। বান্দরবানের রোয়াংছড়িতে আবারো দুর্বৃত্তদের গুলিতে উনুমং মারমা(৪৫) নামে একজন নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তার লাশ নিয়ে গেছে এবং একই সাথে আরো দু’জনকেও ধরে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত ব্যক্তি জেএসএস-এর সাবেক সদস্য ও তারাছা মুখ এলাকার গংজ মারমার ছেলে বলে জানা গেছে।
আজ শনিবার (৫ মার্চ ২০২২) বেলা ১১টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের নোয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরে জানা যায়, ঘটনার সময় উনুমং মার্মা স্থানীয় ক্যসাচিং এর দোকানে বসে চা খাচ্ছিল। এসময় অতর্কিত একদল অস্ত্রধারী এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে দুর্বৃত্তরা তার লাশ নিয়ে যায় এবং একই সাথে সুইথুই মার্মার ছেলে সাচিংমং মার্মাসহ আরো ২ ব্যক্তিকেও ধরে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, গুলি করে একজনকে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। তবে কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি বলে তিনি জানান।
উল্লেখ্য, এর আগে গত ২৬ ফেব্রুয়ারি মংসিংশৈ মারমা(৩৭) নামে একজন দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন