লংগদুতে ইউপিডিএফ সদস্যকে লক্ষ্য করে সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গুলি, ৬ গ্রামবাসীকে সেনাবাহিনীর নির্যাতন

লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
রাঙামাটির লংগদু উপজেলার ৭নং লংগদু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাইবোনছড়া গ্রামে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক এক ইউপিডিএফ সদস্যকে লক্ষ্য করে গুলি এবং চার গ্রামবাসীকে সেনাবাহিনী নির্যাতন করেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ভাইবোনছড়া গ্রামে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ইউপিডিএফ সদস্য মিলন চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অক্ষত অবস্থায় নিজেকে রক্ষা করতে সক্ষম হন।
বড়কলক গ্রামে অবস্থানকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের একটি দল এ গুলির ঘটনাটি ঘটিয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
অপরদিকে, উক্ত ঘটনার কিছুক্ষণ পর বামে লংগদু সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য ভাইবোন ছড়া গ্রামে প্রবেশ করে। তবে তারা হামলাকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে উল্টো ৬ গ্রামবাসীকে ধরে শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে।
নির্যাতনের শিকার গ্রামবাসীরা হলেন- ১. উদয়ন চাকমা (৩২), পিতা- শ্রমন চাকমা, ২. শুদ্ধধন চাকমা(৪৫), পিতা- দয়া মহন চাকমা, ৩. অমর বিকাশ চাকমা(৫০), পিতা- রাজ মোহন চাকমা, ৪.ধর্মচন্দ্র চাকমা (৫০), পিতা- ধোলা বৈদ্য চাকমা, ৫. বাধী চাকমা (২০), পিতা- বিভীষণ চাকমা ও ৬. লাল মহন চাকমা (৬৫), পিতা- ধীরেন্দ্র চাকমা। তারা সবাই ভাইবোন ছড়া গ্রামের বাসিন্দা।
সেনারা রাতভর সেখানে অবস্থান করার পর খুব ভোরে সেখান থেকে বের হয়ে ভাইবোন ছড়া বাজারে কিছুক্ষণ অবস্থান করে। পরে তারা ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।
এদিকে, সন্তু গ্রুপ ও সেনাবাহিনীর যোগসাজশে এ ধরনের ঘটনায় এলাকার জনমনে আতঙ্কের পাশাপাশি ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
