লংগদুতে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ
লংগদু (রাঙামাটি) ।। রাঙামাটির লংগদুতে সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক অজয় শিং চাকমা (৪৮) নামে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে লংগদুর রাধামন বাজার থেকে তাকে অপহরণ করা হয় বলে জানা যায়।
অপহৃত অজয় শিং চাকমা জনসংহতি সমিতির স্থানীয় গ্রাম কমিটির সভাপতি বলে জানা গেছে। তিনি ছোট কাট্টলী গ্রামের মৃত মহারাজ চাকমার ছেলে।
জানা গেছে, আজ বিকালের দিকে অজয় শিং চাকমা প্রয়োজনীয় বাজার করতে পাশ্ববর্তী রাধামন বাজারে যান। বিকাল আনুমানিক ৪:৪০টার দিকে লংগদু উপজেলা সদর থেকে সেনা মদদপুষ্ট সংস্কারপন্থী নামধারী সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল স্পীড বোট যোগে সেখানে এসে তাকে অপহরণ করে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়ার খবর পাওয়া যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত/প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।