লংগদুতে পাহাড়ি গ্রামে সেটলার হামলার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ
বাঘাইছড়ি : রাঙামাটির লংগদু উপজেলা সদর এলাকায় সেটলার কর্তৃক পাহাড়ি গ্রামে হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বাঘাইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) বাঘাইছড়ি উপজেলা শাখা।
আজ শুক্রবার (২ জুন) দুপুর ২টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পিসিপি বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি রিপন চাকমার সভাপতিত্বে এবং বিশ্বজিৎ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য জীবন চাকমা পিসিপি’র কেন্দ্রয়ি সদস্য মিটন চাকমা।
বক্তারা লংগদুতে পাহাড়ি গ্রামে সেটলার হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর যেভাবে নিপীড়ন-নির্যাতন, হত্যা-হামলা চালানো হচ্ছে তা বলার মতো নয়। আজকের লংগদুতে পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনাই তা প্রমাণ করে।
বক্তারা ঘটনার সুষ্ঠূ তদন্ত সাপেক্ষে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি এবং সাম্প্রদায়িক হামলা বন্ধের দাবি জানান।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।