লংগদুতে পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাজেকে তিন সংগঠনের প্রতিবাদ সমাবেশ
সাজেক (রাঙামাটি) : রাঙামাটির লংগদু উপজেলায় সেনা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় পাহাড়ি জনগণের উপর হামলা বৌদ্ধ মন্দিরসহ ৩০০ শত বাড়িঘরে লুটপাত, অগ্নিসংযোগ ঘটনার সাথে জড়িত সেনা ও সেটলারদের গ্রেফতার ও পার্বত্য এলাকা থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন সাজেক থানা শাখা।
আজ শনিবার, ৩ মে দুপুর ১২টায় সমাবেশের পূর্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রেতকাবা মূখ থেকে শুরু হয়ে বন বিহার গেইটে এসে এক বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম সাজেক থানা শাখার সভাপতি রুপক চাকমা, পিসিপি সাজেক থানা শাখার সাংগঠনিক সম্পাদক রুপায়ন চাকমা ও হিল উইমেন্স সভাপতি সাজেক থানা শাখা সভাপতি মিনা চাকমা।
সমাবেশে বক্তারা গতকাল শুক্রবার (২ জুন) লংগদু উপজেলায় সেনা-প্রশাসনের সহযোগীতায় সেটলারদের দ্বারা সংঘটিত তিন টিলা, বাট্যেপাড়া, মানিকজোড় পাড়া ও বড়াদামে প্রায় তিন শতাধিক পাহাড়ি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ, এক পাহাড়ি বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় সেনা ও পুলিশ প্রশাসনকে দায়ি করেন। তারা বলেন, এ হামলা সরকারের জুম্ম ধ্বংসের নীলনক্সারই অংশ ছাড়া আর কিছুই নয়।
বক্তারা, অবিলম্বে লংগদুতে পাহাড়ি গ্রামের হামলাকারীদের আইনের আওতায় এনে যথোপযুক্ত বিচার, পার্বত্য চট্টগ্রাম থেকে সকল সেনাক্যাম্প প্রত্যাহার ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও নিরাপত্তা বিধানের দাবি জানান।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।