লংগদুতে বিবেক সাধনা বনবিহারের জমি বেদখলের প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ

0

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২৩

রাঙামাটির লংগদু উপজেলার ভাইবোন ছড়া এলাকায় সেটলার বাঙালি কর্তৃক বিবেক সাধনা বনবিহারের জমি বেদখলের প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে দীঘিনালা ভূমি রক্ষা কমিটি।

আজ শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩) সকাল সাড়ে ১১টায় বাবুছড়ার মুড়োপাড়া হতে দীঘিনালা ভূমি রক্ষা কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাবুছড়া নুয়োবাজার এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

দীঘিনালা ভূমি রক্ষা কমিটি সাধারণ সম্পাদক প্রিয় চাকমা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুব নেতা জ্ঞান চাকমা ও লালন চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পাহাড়িদের ভূমি বেদখল করা হচ্ছে। ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের ফলে ৫৪ হাজার একর জমি পানির নীচে ডুবিয়ে দিয়ে লক্ষাধিক মানুষকে নিজ জায়গা-জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে একইভাবে পাহাড়িদের উচ্ছেদের ষড়যন্ত্র চালানো হচ্ছে। আজকে উন্নয়নের নামে, পর্যটনের নামে ভূমি বেদখল করা হচ্ছে। লংগদুতে বৌদ্ধ বিহারে হামলা ও বিহারের জমি বেদখলও পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্রেরই অংশ।

তারা বলেন, সেটলার ভূমিদস্যুদের বিরুদ্ধে সরকার-প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ না করার কারণে তারা বার বার পাহাড়িদের জায়গা-জমি বেদখল করতে উদ্যত হচ্ছে।

বক্তারা লংগদুতে ভূমি বেদখলের প্রতিবাদে গতকাল রাঙামাটি ডিসি অফিস প্রাঙ্গনে সচেতন নাগরিক সমাজের অবস্থান ধর্মঘট কর্মসূচিতে জেএসএস’র নেতা-কর্মীদের বাধাদানের নিন্দা জানিয়ে বলেন, তাদের এই বাধাদানের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে তারা পাহাড়ি জনগণের জন্য ভালো চায় না। তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে নিজেদের স্বার্থ আদায় করছে।

বক্তারা বলেন, সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। ভূমি বেদখলসহ অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সমাবেশ থেকে তারা লংগদুতে বিবেক সাধনা বনবিহারের জমি ফেরত দিয়ে বেদখলকারী সেটলারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More