লংগদুতে বিবেক সাধনা বনবিহারের জমি বেদখলের প্রতিবাদে কাউখালীতে চার সংগঠনের বিক্ষোভ
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

রাঙামাটির লংগদুতে সেটলার কর্তৃক বিবেক সাধনা বন বিহারের জমিসহ গ্রামবাসীদের ভূমি বেদখলের প্রতিবাদে রাঙামাটির কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাাবেশ করেছে চার সংগঠন।
“ভূমি দস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই” স্লোগানে আজ শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩) দুপুর ১:০০টার সময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ কাউখালি উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সমাবেশে পিসিপি’র কাউখালী উপজেলা শাখার সহ-সভাপতি তুজিম চাকমার সভাপতিত্বে ও সদস্য রুপনা চাকমার সঞ্চলনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফ সংগঠক অমর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালি উপজেলার সভাপতি থুইনুমং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী উপজেলা শাখার তথ্য প্রচার সম্পাদক মাউচিং মারমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কাউখালী উপজেলা সাধারণ সম্পাদক মেনুচিং মারমা।

বক্তারা বলেন, লংগদুর ভাইবোনছড়ায় বিবেক বন বিহার ও স্থানীয় পাহাড়ি গ্রামবাসীদের উচ্ছেদের লক্ষ্যে সেটলার বাঙালিরা বিহারের জমিসহ গ্রামবাসীদের জমি বেদখল করছে এবং বিহারে হামলা চালিয়েছে। তারা এ জমি বেদখলের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল রাষ্ট্রীয় ষড়যন্ত্রেরই অংশ। এ রাষ্ট্র চায় পাহাড়িদেরকে নিজ ভূমি বিতাড়িত করতে। সেজন্য রাষ্ট্রীয় বাহিনী ও প্রশাসন সবসময় সেটলার বাঙালিদের সহযোগীতা করে থাকে।

বক্তারা ভূমি বেদখলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়ে বলেন, ভূমি হচ্ছে একটি জাতি টিকে থাকার প্রধান অবলম্বন। কাজেই আমরা কোনভাবেই বহিরাগত বাঙালি কর্তৃক ভূমি জবরদখল মেনে নিতে পারি না। আমাদের সবাইকে ভূমি রক্ষার জন্য সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা অবিলম্বে লংগদুতে সাধনা বনবিহারের জমি বেদখলকারী সেটলাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, বেদখলকৃত জমি ফেরত দেয়া ও ভূমিদস্যু সেটলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে পুনর্বাসনের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন