লংগদুতে বিবেক সাধনা বনবিহারের জমি বেদখলের প্রতিবাদে সাজেকে বিক্ষোভ
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

রাঙামাটির লংগদু উপজেলার ভাইবোনছড়া এলাকায় সেটলার বাঙালি কর্তৃক বিবেক সাধনা বনবিহারের জমি বেদখলের প্রতিবাদে সাজেকে বিক্ষোভ হয়েছে।
আজ শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩) দুপুর ১:০০টার সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ব্যানারে বাঘাইহাট এলাকায়ি এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের মিতা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক ইয়ান চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাজেক থানা শাখার আহ্বায়ক অনিফা চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগণের অস্তিত্ব বিলীন করে দিতে শাসকশ্রেণী উঠেপড়ে লেগেছে। পাহাড়িদের বংশপরম্পরায় ভোগ দখলের জমি কখনো সেনা-বিজিবি ক্যাম্প, কখনো উন্নয়ন, কখনো পর্যটনের নামে আবার কখনো সেটলার বাঙালিদের লেলিয়ে দিয়ে বেদখল করা হচ্ছে। গত ১১ অক্টোবর রাতে সেটলার বাঙালিরা লংগদুর ভাইবোনছড়ায় বিবেক সাধনা বনবিহারে হামলা ও বিহারের জায়গায় ঘর তৈরি করেছে। এমতাবস্থায় আমাদের আর বসে থাকার সময় নেই। ভূমি ও অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামতে হবে।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ভূমি যেমন নিরাপদ নয়, তেমনি মা-বোনও নিরাপদ নয়। যারা নিরাপত্তার কাজে নিয়োজিত তাদের কর্তৃক মা-বোন ধর্ষণ ও নিপীড়নের শিকার হচ্ছে। গত মাসে কাপ্তাইয়ের ৬ সেনা সদস্য কর্তৃক এক পাহাড়ি স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হলেও জড়িতদের কোন বিচার ও শাস্তি হয়নি।
শুধু তাই নয়, শাসকচক্র পাহাড়িদের মধ্যে ‘ভাগ করে শাসন কর’ কৌশল প্রয়োগ করে কতিপয় উচ্ছৃঙ্খল বখাটে পাহাড়ি যুবককে দিয়ে ঠ্যাঙারে সশস্ত্র গ্রুপ তৈরি করে খুন, গুম, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আজকে দীঘিনালায় শহীদ ভরদ্বাজ মনির স্মরণসভা ও ভূমি বেদখল বিরোধী সমাবেশে এই দুর্বৃত্তদের দিয়ে বাধা প্রদান করা হয়েছে।
বক্তারা অতি দ্রুত লংগদুর বিবেক সাধনা বনবিহারের জমি ফেরত প্রদানপূর্বক বেদখলকারী সেটলারদের গ্রেফতার ও শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ করার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন