লংগদুতে সন্তু গ্রুপের কালেক্টর কর্তৃক কল্পনা ‘অপহরণ দিবসের লিফলেট’ ছিনিয়ে নেয়ার অভিযোগ
লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৫ জুন ২০২৪
রাঙামাটির লংগদুতে জেএসএস সন্তু গ্রুপের কালেক্টর পুরু চাকমা কর্তৃক হিল উইমেন্স ফেডারেশনের প্রকাশিত কল্পনা অপহরণ দিবসের লিফলেট ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বিলম্বে পাওয়া খবরে জানা যায়, গত ১৩ জুন ২০২৪ বেলা আড়াইটা/তিনটার সময় বিলির জন্য লিফলেটগুলো পাঠানোর সময় লংগদু সদর ইউনিয়নের বড়কলক দোকান থেকে সেখানে অবস্থান করা সন্তু গ্রুপের কালেক্টর পুরু চাকমা সেগুলো ছিনিয়ে নিয়ে যান। পরে আর সেগুলো ফেরত দেননি।
পুরু চাকমার বাড়ি বরকল উপজেলার সুবলং ইউনিয়নের রুপবানে। তিনি লংগদুর বড়কলক এলাকাসহ পাশ্ববর্তী সুবলঙের রুপবান এলাকায় কালেক্টর হিসেবে দায়িত্বে রয়েছেন এবং সশস্ত্র অবস্থায় ওই এলাকায় অবস্থান করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ২০ মে তিনি (পুরু) সুবলং ইউনিয়নের রূপবানে স্থানীয় দোকানগুলো বন্ধ করে দিয়েছিলেন, যদিও পরে চাপের মুখে দোকান খুলে দিতে বাধ্য হন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।