লংগদুতে সেটলার কর্তৃক ভূমি বেদখলের প্রতিবাদে এলাকাবাসীর সমাবেশ, ১৪ অক্টোবর লংগদু উপজেলায় নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা
লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

রাঙামাটির লংগদু উপজেলার ভেইবোন ছড়ায় বিবেক সাধনা বনবিহারের জমিসহ স্থানীয় পাহাড়িদের জমি বেদখলের প্রতিবাদ জানিয়ে স্থানীয় এলাকাবাসী এক প্রতিবাদ সমাবেশ করেছেন। এতে তারা ‘লংগদু ভূমি রক্ষা কমিটি’ নামে একটি কমিটি গঠন করেছেন।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩) বেলা ২টার সময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এলাকার মুরুব্বী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে আগামী ১৪ অক্টোবর ২০২৩, শনিবার দিনব্যাপী লংগদু উপজেলায় নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে সেটলার বাঙালি কর্তৃক ভূমি বেদখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার ধনমান চাকমা ও এলাকার মুরুব্বি সুগতি চাকমা।
বক্তারা অভিযোগ করে বলেন, ভেইবোন ছড়া এলাকাবাসীর পবিত্র স্থান বিবেক সাধনা বনবিহারকে উচ্ছেদ করার লক্ষ্যে সেটলার বাঙালিরা বিহার ও পার্শ্ববর্তী পাড়াবাসীদের জায়গা বেদখল করে ঘর নির্মাণ করেছে। এতে বাধা দিতে গিয়ে গতকাল রাতে সেটলাররা বিহারে হামলা চালায়, বিহারের ভিক্ষু-শ্রামণদের বিতাড়িত করে। সেটলার মো. রাশেদ জোরপূর্বক বিহারের পার্শ্ববর্তী সমীর চাকমার রেকর্ডিয় জায়গায় ঘর নির্মাণ করে এলাকায় শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। সরকারের প্রশাসন চক্রান্ত করে বহিরাগত সেটলারদের উস্কে দিচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।
তারা আরো বলেন, ভূমি বেদখলের ঘটনা শুধু এখানেই শেষ নয়! পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন এলাকায় বাঙালি সেটেলাররা প্রতিনিয়ত ষড়যন্ত্র ও চক্রান্তের আশ্রয় নিয়ে প্রশাসনের সহায়তায় ভুমি বেদখল করে যাচ্ছে। এতে সাধারণ পাহাড়িরা কোন প্রকার আইনের আশ্রয় পাচ্ছেন না। ফলে বাস্তুহারা হয়ে সহায়-সম্বলহীন হচ্ছে। প্রশাসনের এহেন কর্মকাণ্ড চরম মানবাধিকার লঙ্ঘনের সামিল।
বক্তারা সকলকে সজাগ থেকে ভূমি রক্ষা করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা আহ্বান জানান এবং অবিলম্বে বিবেক সাধনা বনবিহার এলাকায় ভূমি বেদখল বন্ধ করা, ভূমি বেদখলকারী মো. রাশেদসহ জড়িত সেটলারদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি করেন।
উক্ত প্রতিবাদ সমাবেশ থেকে আগামী ১৪ অক্টোবর ২০২৩, শনিবার দিনব্যাপী লংগদু উপজেলায় নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। যদি অবিলম্বে ভূমি বেদখল বন্ধ করা না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ জারি রাখার হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে উপস্থিত সকলের সম্মতিক্রমে ধনমান চাকমাকে আহ্বায়ক ও বুদ্ধ কুমার চাকমাকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট ‘লংগদু ভূমি রক্ষা কমিটি’ নামে একটি কমিটি গঠন করা হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন