লংগদুতে সেনাবাহিনী কর্তৃক দুই ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ

লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর সদস্যরা দুই নিরীহ ব্যক্তিকে শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) আনুমানিক ৮টার সময় বামে লংগদু সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একদল সেনা সদস্য দুধুকছড়া গ্রামে যায়। সেনারা দুধুকছড়া গ্রামের বাসিন্দা দয়াল চন্দ্র চাকমা’র কাছ থেকে ইউপিডিএফের স্থানীয় নেতাদের নাম ধরে জিজ্ঞাসা করে।
এরপর সেনারা দুই ব্যক্তিকে নির্যাতন করে বলে স্থানীয়রা জানান।
নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- পরান্যা চাকমা (৩৫), পিতা- কৃষ্ণকেতু চাকমা, গ্রাম- দুধুকছড়া, ৫নং ওয়ার্ড, ৭নং লংগদু ইউনিয়ন ও অমর কান্তি চাকমা (৪৫), পিতা- রাজা চাকমা, গ্রাম- বড়হাড়িকাটা, ৩নং ওয়ার্ড, লংগদু ইউনিয়ন।
স্থানীয়রা জানিয়েছেন, সেনারা গত মধ্যরাতে সাদা পোশাকে এলাকায় প্রবেশ করেছে। তাদের পরিকল্পনা ছিল ইউপিডিএফের স্থানীয় নেতা-কর্মীদের ওপর আক্রমণ করা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।