লংগদুতে সেনাবাহিনী কর্তৃক একজনকে আটক, ৩ জনকে নির্যাতন

লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
রাঙামাটির লংগদু উপজেলার ৭নং লংগদু ইউনিয়নের মধ্য হাড়িকাবা গ্রামে সেনাবাহিনী নির্যাতনের পর একজনকে আটকসহ অপর আরো ৩ জনকে নির্যাতন করেছে বলে খবর পাওয়া গেছে।
ভুক্তভোগীরা হলেন- ১. সাগর বাসা চাকমা (২৪), পিতা- হরি মোহন চাকমা, মাতার নাম মৃত কুকি লতা চাকমা, ২. সুমন চাকমা ওরফে বাবুক্কে(২৪), পিতা- বিরো রঞ্জন চাকমা, মাতা- মালাপুদি চাকমা ৩. কালাচান চাকমা(২৫), পিতা-সুধীরময় চাকমা, মাতা- নিলেন্দরি চাকমা ও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, আজ সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকালে বামে লংগদু সাবজোন থেকে ২০-২২ জনের একদল সেনা সদস্য মধ্য হাড়িকাবা গ্রামে হানা দেয়। এ সময় সেনারা কথিত “সন্ত্রাসী” খোঁজার নামে গ্রামের ভিতর ঘুরতে থাকে। আজ ভাইবোন ছড়া বাজারের সাপ্তাহিক হাটবার হওয়ায় অনেকে সওদা করতে বাজারে যান। তবে সেনারা বাড়িতে থাকা উক্ত ব্যক্তিদের শারীরিক নির্যাতন করেন। দুপুর ১২টার সময় এ নির্যাতনের ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীদের মধ্যে সাগর বাসা চাকমাকে সেনারা নির্যাতনের পর আটক করে নিয়ে যায় বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাকে ছেড়ে দেয়া হয়েছে কিনা তা জানা যায়নি।
সেনাবাহিনীর এমন নির্যাতন ও আটকের ঘটনায় এলাকার সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সেনা দলটি বর্তমানে মধ্য হাড়িকাবা গ্রামের কার্বারীর বাড়িতে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে, সেনারা “সন্ত্রাসী” খোঁজার নামে বিনা কারণে সাধারণ জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে স্থানীয়রা অবিলম্বে এই নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
