লংগদু গণহত্যার ৩৬তম বার্ষিকী উপলক্ষে রাবিতে প্রদীপ প্রজ্বলন

রাবি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৫ মে ২০২৫
লংগদু গণহত্যার ৩৬তম বার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রদীপ প্রজ্জ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার (৪ মে ২০২৫ ) সন্ধ্যা ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে পিসিপি’র নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় পিসিপি’র রাবি শাখার সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি বলেন “পার্বত্য চট্টগ্রামে যতগুলো গণহত্যা সংঘটিত হয়েছে তার মধ্যে লংগদু গণহত্যা অন্যতম। ১৯৮৯ সালের ৪ মে তারিখে রাঙামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ আর্মি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সহায়তায় সেটলার বাঙালিরা পাহাড়ি অধ্যুষিত গ্রামগুলোতে পরিকল্পিতভাবে এ গণহত্যা চালায়। কিন্তু হত্যাকান্ডের ৩৬ বছর পরও এখনো এই গণহত্যার বিচার হয়নি। পার্বত্য চট্টগ্রামে সংগঠিত হত্যাকান্ডগুলোর বিচার না হওয়াতে প্রতিনিয়ত এখনো পাহাড়িরা হামলা ও নির্যাতনের শিকার হচ্ছে।”
তিনি পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল গণহত্যার বিচার দাবি করেন।
পরে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটি শেষ হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।