লংগদু গণহত্যা দিবসে কুদুকছড়িতে পিসিপি’র প্রদীপ প্রজ্জ্বলন

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৪ মে ২০২৫

লংগদু গণহত্যার ৩৬তম বার্ষিকীতে নিহতদের স্মরণে রাঙামাটির কুদুকছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), রাঙামাটি জেলা শাখা।

আজ রবিবার  (৪ মে ২০২৫) বিকাল ৫টার সময় আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মী, শিশু-কিশোরসহ স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক বারিঝে চাকমা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে ডজনের অধিক বর্বরোতম গণহত্যার মধ্যে লংগদু গণহত্যা একটি। ৩৬ বছরেও এদেশের সরকার এই গণহত্যার বিচার করেনি।

তিনি বলেন, এই গণহত্যার ঘটনায় তৎকালিন পাহাড়ি নেতৃবৃন্দ, ধর্মীয় গুরুরা এবং ছাত্র সমাজ প্রতিবাদ করেছিল। এ গণহত্যার বিরুদ্ধে পাহড়ি ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে ’৮৯ সালের ২০ মে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ গঠন করেছিল এবং পরদিন স্বৈরশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকার বুকে ঘটনার প্রতিবাদের মৌন মিছিল করেছিল।

বারিঝে চাকমা বলেন, লংগদু গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত গণহত্যার বিচার না হওয়ার করণে রাষ্ট্রীয় বাহিনীর মদদে এখনো সাম্প্রদায়িক হামলা, খুন, গুম, ভূমি বেদখল, নারী নির্যাতনের ঘটনা সংঘটিত হচ্ছে। এমতাবস্থায় ভবিষ্যতে আরো যে গণহত্যা চালানো হবে না তার কোন নিশ্চয়তা নেই। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের নৃশংস হত্যাযজ্ঞ সংঘটিত হতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।

তিনি লংগদু গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত সকল গণহত্যার শ্বেতপত্র প্রকাশপূর্বক বিচারের দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More