লংগদু গণহত্যা স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলোচনাসভা ও প্রদীপ প্রজ্জ্বলন
চট্টগ্রাম : বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ-চবি শাখার সভাপতি সুনয়ন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুপন চাকমার সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন প্রসেনজিত ত্রিপুরা, রিংকু চাকমা, ত্রিরত্ন চাকমা, রোনাল চাকমা প্রমুখ।


বক্তারা ক্ষোভের সাথে বলেন, লংগদু গণহত্যার আজ ২৯ বছর অতিক্রান্ত হলেও কোনো সরকারই এ বর্বরতম হত্যাযজ্ঞে জড়িতদের বিরুদ্ধে কোন প্রকার শাস্তির ব্যবস্থা গ্রহণ করেনি।
আলোচনাসভা শেষে গণহত্যায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
________
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।
________
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।