লংগুদু গণহত্যা দিবসে পানছড়িতে পিসিপি-ডিওয়াইএফ’র স্মরণসভা

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। লংগুদু গণহত্যার ৩৩ বছর উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে স্মরণ সভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) পানছড়ি উপজেলা শাখা।
আজ ৪ মে ২০২২, বুধবার সকাল ১১ টার দিকে পানছড়ি উপজেলা সদর এলাকায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণ সভায় পিসিপি’র পানছড়ি উপজেলা শাখার সভাপতি ত্রিস্নাঙ্কর চাকমার সভাপতিত্বে ও ডিওয়াইএফ-এর উপজেলা শাখা সাধারন সম্পাদক রিপন ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর পানছড়ি উপজেলা সমন্বয়ক আইচুক ত্রিপুরা,গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সভাপতি সুর মঙ্গল চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মিটন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ পানছড়ি উপজেলা সভাপতি মিনতি চাকমা ও পানছড়ি সদর ইউপি সাবেক সদস্য সঞ্চয় চাকমা।
স্মরণ সভায় শুরুতে লংগুদু গণহত্যাসহ সকল শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের নিশ্চিহ্ন করে দিতে বাংলাদেশের শাসকগোষ্ঠি পাকিস্তানি হানাদারদের মতো সেনা-সেটলার বাঙালিদের লেলিয়ে দিয়ে লংগুদু গণহত্যাসহ ডজনের অধিক গণহত্যা সংঘটিত করেছে। লংগুদু গণহত্যার আজ ৩৩ বছর পূর্ণ হলেও এখনো এ ঘটনার কোন বিচার হয়নি।
বক্তারা আরো বলেন, এদেশের শাসকগোষ্ঠি প্রতিনিয়তই পাহাড়িদের বিরুদ্ধে অন্যায়-অবিচার, দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পরও পাহাড়ি জনগণ এই নিপীড়ন-নির্যাতন, হামলা থেকে রেহাই পায়নি। দিন দিন শাসকগোষ্ঠি আরো বেপরোয়া হয়ে সাম্প্রদায়িক হামলা, ভূমি বেদখলের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম জারি রেখেছে। এসব অন্যায়ের বিরুদ্ধে পাহাড়ি ছাত্র-যুবকরা যাতে ঐক্যবদ্ধ হতে না পারে সেজন্য শাসকগোষ্ঠি পরিকল্পিতভাবে জুম্ম দিয়ে জুম্ম ধ্বংসের নীলনক্সা বাস্তবায়ন করে যাচ্ছে।
বক্তারা বলেন, লংগুদু গণহত্যার প্রতিবাদের মধ্য দিয়ে যেভাবে পাহাড়ি ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ি ছাত্র পরিষদ গঠনের মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রামে আন্দোলন জোরদার করেছিলো, আগামীতেও শাসকগোষ্ঠির সকল অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র-যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।
স্মরণসভা থেকে বক্তারা লংগুদু গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত সকল গণহত্যার শ্বেতপত্র প্রকাশ ও এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক সাজার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন