লংগুদু হামলার প্রতিবাদে ভারতের নয়াদিল্লীতে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক : রাঙামাটির লংগুদুতে পাহাড়ি গ্রামে সেনা-সেটলার হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদ এবং পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়নের বিরুদ্ধে গতকাল ৯ জুন, শুক্রবার ভারতের নয়াদিল্লীর Jantar Mantar-এ যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করেছে “পিস ক্যাম্পেইন গ্রুফ, ইন্ডিয়ান সাপোর্ট গ্রুফ ও ইন্ডিয়ান চাকমা সোসাইটি”।
সেখানে একটি ফটো প্রদর্শনীরও আয়োজন করা হয়। প্রদর্শনীতে পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি লংগুদু ঘটনাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনী কতৃক সভা-সমাবেশ হামলা ও গ্রেফতার-নির্যাতনের দৃশ্য স্থান পায়।
বিক্ষোভের সময় ‘পার্বত্য চট্টগ্রাম থেকে সেটলারদের সরিয়ে নাও’, ‘সেনাবাহিনী সরিয়ে নাও’ ইত্যাদি দাবি সম্বলিত লেখা ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।