লক্ষীছড়িতে ছাত্র-জনতার কর্মসূচিতে মুখোশ ও সেনাবাহিনীর বাধাদানের অভিযোগ!

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
খাগড়াছড়ির লক্ষীছড়িতে আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে ছাত্র-জনতার কর্মসূচিতে মুখোশ ও সেনাবাহিনী কর্তৃক বাধাপ্রদানের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) সকাল দশটায় লক্ষীছড়ি উপজেলার সমুরপাড়া যাত্রীছাউনি এলাকায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়ে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের মানববন্ধন কর্মসুচি পালনের কথা ছিল। কিন্তু কর্মসূচি শুরু করার আগে লক্ষীছড়ি সদর থেকে জীপ গাড়ি যোগে সেনাসৃষ্ট নব্যমুখোশ বাহিনীর ১০/১২ জনের একটি সশস্ত্র গ্রুপ মানববন্ধন কর্মসূচি স্থলে উপস্থিত হয়ে অংশগ্রহণকারী সাধারণ জনগণকে হুমকি দেয় ও ভয়ভীতি প্রদর্শন করে। এর কিছুক্ষণ পরে বাইন্যাচলা আর্মী ক্যাম্প থেকে দুইটি গাড়িযোগে সেনাবাহিনীর একটি দলও সেখানে উপস্থিত হয়ে আশে-পাশের গ্রামের ভেতর প্রবেশ করে সাধারণ লোকজনকে নানা প্রশ্ন করে হয়রানি করার অভিযোগ করেছে স্থানীয়রা।
সেখানকার স্থানীয় জনগণ অভিযোগ করে বলেছেন, সেনাবাহিনী সশস্ত্র মুখোশদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে উল্টো সাধারণ জনগণকে নানা প্রশ্ন করে হয়রানি করেছে। মুলত মুখোশদের নিরাপত্তা দিয়ে ছাত্র-জনতার মানববন্ধন কর্মসূচি বানচাল করে দেয়ার জন্যই সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসেছে বলে তারা অভিযোগ করেছেন।
দুপুরে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মুখোশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। যার কারণে সাধারণ জনগণ আতঙ্কে থাকার কথাও জানিয়েছেন তারা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।