লক্ষীছড়িতে সেনাবাহিনী কর্তৃক এক পাহাড়ি যুবককে গ্রেফতার

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১১ মে ২০২৫
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের কৈলাশ মহাজন পাড়ার নিজ বাড়ি থেকে সেনাবাহিনী মোটর সাইকেল চালক এক পাহাড়ি যুবককে গ্রেফতার করেছে।
শনিবার (১০ মে ২০২৫) দিবাগত গভীর রাত ২টার সময় লক্ষীছড়ি সদর জোনের একদল সেনা সদস্য তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত যুবকের নাম- জীবন চাকমা (২৮), পিতা-শান্তি চাকমা, গ্রাম- কৈলাশ মহাজন পাড়া, দুল্যাতলী ইউপি, লক্ষীছড়ি উপজেলা। তিনি পেশায় একজন মোটর সাইকেল চালক।
জানা যায়, গতকাল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে লক্ষ্মীছড়ি সদর সেনা জোন থেকে একদল সেনা সদস্য লেপ্পো চাকমা নামে এক মুখোশ সদস্যকে সাথে নিয়ে দুল্যাতলী ইউনিয়নের কৈলাশ মহাজন পাড়ায় গিয়ে জীবন চাকমার বাড়ি ঘেরাও করে। পরে সেনারা তাকে ঘুম থেকে তুলে গ্রেফতার করে সেনা জোনে যায়।
এরপর শারীরিক-মানসিক নির্যাতনের পর আজ (রবিবার) সকালে তাকে “ইউপিডিএফ সদস্য” সাজিয়ে “অস্ত্র’ গুজে দিয়ে লক্ষীছড়ি থানায় হস্তান্তরের পর মিথ্যা মামলা দিয়ে খাগড়াছড়ি জেলে প্রেরণ করা হয় বলে জানা গেছে।
গ্রেফতারকৃত জীবন চাকমা একজন ভাড়ায় মোটর সাইকেল চালক। প্রতিদিন তিনি লক্ষীছড়ি সদরসহ বিভিন্ন স্থানে তার মোটর সাইকেলে যাত্রী আনা-নেয়া করে থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।