লক্ষীছড়ির হুদুকছড়িতে সেনাবাহিনীর অভিযান, তিন গ্রামবাসীর বাড়িতে তল্লাশি!

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৮ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নস্থ হুদুকছড়িতে সেনাবাহিনী অভিযানের নামে নিরীহ গ্রামবাীদের বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ সোমবার (১৮ আগস্ট ২০২৫) ভোররাতের দিকে (রাত আনুমানিক ২টা) ৫০ জনের অধিক সেনা সদস্য হুদুকছড়িতে গিয়ে অবস্থান নেয়। এরপর সকাল ৬টায় সেনারা হুদুকছড়ি বাজার পাড়ায় তিন নিরীহ গ্রামবাসীর বাড়ি ঘেরাও করে প্রায় দুই ঘন্টা ধরে তল্লাশি চালায়। সেনারা বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়। এ সময় সেনারা অরুণ চাকমা নামে এক নিরীহ যুবককে প্রায় এক ঘন্টা বসিয়ে রেখে হয়রানি করে।
তল্লাশির শিকার গ্রামবাসীরা হলেন- আপন সাঁওতাল, জাকি চাকমা (অসিম্মে মা) ও নয়ন্ত চাকমা (মেকি বাপ)
পরে সেনারা সেখানে বিভিন্ন জায়গায় ড্রোন উড়িয়ে টহল দেয়। তারা এলাকার লোকজনকে “সন্ত্রাসীরা কোথায় থাকে”সহ নানা জিজ্ঞাসাবাদ করে।
সেনাবাহিনীর এমন হয়রানিমূলক অভিযানের কারণে এলাকার জনমনে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয় এবং এলাকার জনসাধারণের চাষাবাদসহ স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।