লক্ষীছড়িতে গুলিতে নিহত ২
সিএইচটি নিউজ বাংলা, ১ মে ২০১৩, বুধবার
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে ২ ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ ১ মে বুধবার রাত ৮টার দিকে লক্ষীছড়ি সদরের জুর্গাছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মনাইয়া চাকমা(২২) নামে একজন মারা যায়। অপরজন শান্তিময় চাকমা(২১) পিতা- শুক্র চাকমা সাং উত্তর শুকনাছড়ি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছে বলে জানা গেছে।
নিহত দু’জনই স্থানীয় সন্ত্রাসী গ্রুপ বোরকা বাহিনীর সক্রিয় সদস্য বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে, নিজেদের আন্তঃকোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর পরই সেনাবাহিনী টহল জোরদার করা হয়। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো: কামরুল হাসান জানান, এখনো পর্যন্ত কেই বাদী হয়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে তিনি জানান।