পানছড়িতে গুলি করে যুব নেতা ও মাটিরাঙ্গায় ইউপিডিএফ সদস্য আটকের প্রতিবাদে
লক্ষ্মীছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ ও যুব ফোরামের বিক্ষোভ

লক্ষ্মীছড়ি প্রতিনিধি।। ‘পাহাড় থেকে ফৌজি শাসন তুলে নাও,রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ কর’ শ্লোগানে পানছড়িতে রাষ্ট্রীয় বাহিনীর নির্বিচার গুলিতে যুব নেতা কল্যাণ জ্যোতি চাকমাকে জখম ও আটক এবং মাটিরাঙ্গায় ইউপিডিএফ সদস্য লালন চাকমাকে আটকের প্রতিবাদে লক্ষীছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরিাম লক্ষ্মীছড়ি থানা শাখা।
আজ রবিবার (৮ আগস্ট ২০২১) সকালে বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি পাইচি মার্মা, পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি উপজেলা শাখার সভাপতি রুপান্ত চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি উৎপল চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতির জন্য একমাত্র দায়ী নিরাপত্তার নামে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীগুলো। তারাই নিজেদের কায়েমী স্বার্থ উদ্ধার করতে বিচার বহির্ভুত হত্যা, অন্যায় ধরপাকড়, অস্ত্র উদ্ধার নাটক, ঘরবাড়ি তল্লাশি-হয়রানি, ভূমি বেদখল, উচ্ছেদসহ নানা নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আর কথিত ‘সন্ত্রাস’ দমনের নামে তারা নিজেরাই একটি সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিয়ে খুন, গুম, অপহরণ, চাঁদাবাজির মতো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট পানছড়িতে সাংগঠনিক কাজে যাওয়া যুব ফোরামের দুই নেতার উপর রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা সন্ত্রাসী কায়দায় নির্বিচারে গুলি চালিয়েছে এবং যুব নেতা কল্যাণ জ্যোতি চাকমাকে আহত অবস্থায় অমানবিকভাবে আটক ও নির্যাতন করেছে। অপরদিকে গত ৬ আগস্ট নিজ বাড়িতে যাওয়ার সময় মাটিরাঙ্গার সাপমারা এলাকা থেকে ইউপিডিএফ সদস্য লালন চাকমাকে আটক করেছে। উক্ত দুই জনের কাছে কোন প্রকার অস্ত্র না থাকা সত্ত্বেও তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত ভূমি বেদখলের ঘটনায়ও এসব রাষ্ট্রীয় বাহিনীগুলো জড়িত রয়েছে। কখনো সেটলারদের লেলিয়ে দিয়ে, কখনো নিজেরাই পাহাড়িদের ভূমি কেড়ে নিচ্ছে, বসতভিটা থেকে উচ্ছেদ করছে। গত ৬ আগস্ট মাটিরাঙ্গার তবলছড়িতে বিজিবি সদস্যরা পাহাড়ি গ্রামাবাসীদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে এবং বাগানে সৃজিত ফলজ গাছের চারা তুলে নষ্ট করে দিয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।
সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রামে চলমান অন্যায়-অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র-যুব সমাজের প্রতি আহ্বান জানান।
বক্তারা অবিলম্বে আটক যুব নেতা কল্যাণ জ্যোতি চাকমা ও ইউপিডিএফ সদস্য লালন চাকমার নিঃশর্ত মুক্তি এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন অবসানের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।