উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবিতে
লক্ষ্মীছড়িতে চার সংগঠনের আয়োজিত সমাবেশে সেনা-সেটলার হামলায় শতাধিক আহত
লক্ষ্মীছড়ি: খাগড়াছড়ির লক্ষীছড়িতে সেনাবাহিনী কর্তৃক অন্যায়ভাবে আটক উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সেনা-সেটলার কর্তৃক দফায় দফায় হামলা চালানো হয়েছে। এতে নারী-পুরুষসহ শতাধিক লোক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সচেতন নাগরিক সমাজ, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের ব্যানারে লক্ষীছড়ি উপজেলা মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলার সময় সদর উপজেলার জুরগাছড়ি এলাকা দিয়ে কয়েক শত লোক সমাবেশে যোগ দিতে আসার সময় ধুরুং ব্রীজ এলাকায় সেনা-সেটলাররা তাদের উপর বিনা উস্কানিতে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে প্রাণের ভয়ে যে যেদিকে পারে পালিয়ে যাবার চেষ্টা করেও হামলা থেকে রেহাই পায়নি। বেপরোয়াভাবে তাদের উপর মারধর করা হয়।
এই হামলার পর লক্ষীছড়ি উপজেলা মাঠে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণকারীদের সেনাবাহিনী জোরপূর্বক তাড়িয়ে দেয়। এ সময় লোকজন বাড়ি ফেরার পথে লক্ষ্মীছড়ি বাজার এলাকায় পৌঁছলে তাদের উপরও আরেক দফায় হামলা চালানো হয়। দু’দফা হামলায় কমপক্ষে শতাধিক লোক আহত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছেন দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলেও তিনি জানান।
তিনি উক্ত হামলার ঘটনাকে সম্পূর্ণ পরিকল্পিত বলে অভিযোগ করেন।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।