লক্ষ্মীছড়িতে তিন সংগঠনের সমাবেশে বক্তারা : জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে লড়াইয়ে এগিয়ে আসতে হবে

লক্ষ্মীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৩০ জুন ২০২৪
ক্ষমাতাসীন আওয়ামি লীগ সরকার জনগণের মতকে উপক্ষে করে ২০১১ সালে ৩০ জুন সংবিধানে পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল। এতে ৬ অনুচ্ছেদের (২)-এ বলা হয়েছে “বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিতি হইবেন”। এর মাধ্যমে দেশে বসবাসরত ৪৫টির অধিক জাতিসত্তার অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। আমরা সরকারে চাপিয়ে দেয়া এ বাঙালি জাতিয়তাবাদ মানি না, তা বাতিলের দাবিতে জানাচ্ছি। সরকার যতদিন সংবিধানে এই বিতর্কিত ধারাগুলো বাতিল করা হবে না আমাদের লড়াই চলবে।
আজ রবিবার (৩০ জুন ২০২৪) বিকাল ৩টায় খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা সদরে সংবিধান ‘পঞ্চদশ সংশেধনী’ তের বছর উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশান দাবিতে আন্দোলনরত তিন গণতান্ত্রিক সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) লক্ষ্মীছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশ থেকে বক্তারা জাতিসত্তা সাংবিধানিক স্বীকৃতির দাবিতে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

“বাঙালি জাতীয়তা’ মানি না! লড়াই চলছে, চলবে!” শ্লোগানে বিতর্কিত ‘পঞ্চদশ সংশোধনী’ বাতিল ও সংবিধানে সকল জাতিসত্তার স্বীকৃতির দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশ পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষ্মীছড়ি উপজেলার সভাপতি জয় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলার সহ-সভাপতি রুপন্ত চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন লক্ষ্মীছড়ি উপজেলার সাধারণ সম্পাদক এলি চাকমা বক্তব্য রাখেন। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি লক্ষ্মীছড়ি সদর বানরকাপা মূখ থেকে বের হয়ে লক্ষ্মীছড়ি সদর হাসপাতাল গেইটে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।