লক্ষ্মীছড়িতে বিক্ষোভ মিছিলে সেনা-সেটলার হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তিন সংগঠন

0

খাগড়াছড়ি প্রতিনিধি।। গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক বিপুল চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে আজ মঙ্গলবার(৩ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে ষড়যন্ত্রমূলকভাবে আটকের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীছড়ি সচেতন নাগরিক সমাজ ও পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের পৃথক ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা এবং সেনা-সেটলার-ছাত্রলীগ-ছাত্রদল কর্তৃক যৌথ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ninda-protibadবিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আজ বেলা সাড়ে ১২টায় শত শত জনতা মিছিল সহকারে সমাবেশস্থল উপজেলা মাঠে যেতে চাইলে জুর্গাছড়ি-ধুরুং ব্রীজ এলাকা ও থানার সামনে কয়েক দফায় বাধা দেয় লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা। এ সময় জনতা বাধা উপেক্ষা করে যেতে চাইলে সেটলারদের লেলিয়ে দিয়ে তাদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। ছাত্রলীগ ক্যাডার মিজান, রাসেল, জয়নাল, মহিউদ্দিন, বিএনপি’র ক্যাডার শামীম, ছাত্রদল ক্যাডার নাজমুল, আনিসের নেতৃত্বে সেটলার বাঙালীরা এই হামলা চালায়। এতে সমাবেশে আসা অনেক নারী-পুরুষ আহত হন।

বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করে আরো বলেন, লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার আবুল কালাম শামসুদ্দিন (রানা)-এর উপস্থিতিতে সমাবেশে আসা পাহাড়ি নারী পুরুষের উপর হমলা চালায় ছাত্রলীগ ক্যাডার ও সেটলার বাঙালীরা।

নেতৃবৃন্দ হামলার উস্কানিদাতা জোন কমান্ডারসহ হামলাকারী সেটলার, ছাত্রলীগ, ছাত্রদল, বিএনপির ক্যাডারদের শাস্তি ও আহতদের সুচিকিৎসার দাবি জানান। এছাড়া তারা পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অন্যায় আটক-নির্যাতন বন্ধ করা, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অগণতান্ত্রিক ১১ নির্দেশনা বাতিল ও সুপার জ্যোতি চাকমাকে স্বসম্মানে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ সুপার জ্যোতি চাকমার মুক্তি সংগ্রাম কমিটির ডাকা আগামীকাল ৪ জানুয়ারী’১৭ বুধবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচির প্রতি জোরালো সমর্থন জানান।
—————-

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More