লক্ষ্মীছড়িতে মাইকেল চাকমার সন্ধান ও বিনা বিচারে হত্যা-গুম বন্ধের দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীছড়ি প্রতিনিধি ।। রাষ্ট্রীয় গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা’র সন্ধান এবং পাহাড় ও সমতলে বিনা বিচারে হত্যা, গুম বন্ধের দাবিতে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।
আজ ৯ এপ্রিল ২০২২, শনিবার সকাল ১০টায় লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের যতিন্দ্র কার্বারী পাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চেঙ্গীমুখ পাড়া পর্যন্ত প্রদক্ষিণ করে আবার যতীন্দ্র কার্বারী পাড়ায় এসে সমাবেশে মিলিত হয়।
গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা সভাপতি পাইচি মারমার সভাপতিত্বে ও পিসিপি’র লক্ষ্মীছড়ি উপজেলার সাধারণ সম্পাদক প্রাঞ্জল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিসিপি’র লক্ষ্মীছড়ি উপজেলা সভাপতি রুপান্ত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মিঠুন চাকমা, পিসিপি’র চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমা। এতে হিল উইমেন্স ফেডারেশনের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সদস্য সুপ্রভা চাকমা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৯ সালর ৯ এপ্রিল ঢাকা থেকে মাইকেল চাকমাকে গুম করা হয়। আজ তিন বছর অতিক্রান্ত হওয়ার পরও সরকার তাঁর কোন হদিস দেয়নি। মাইকেল চাকমার সন্ধানে ব্যাপক প্রতিবাদ, নিন্দা, বিক্ষোভ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মাইকেল চাকমার সন্ধান দেয়ার দাবি সত্ত্বেও সরকার নির্লিপ্ত থেকে মাইকেল চাকমাকে গুম করে রেখেছে।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে আজ মানুষের কোন নিরাপত্তা নেই। যারা অধিকার ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে সরকার ও তার লেলিয়ে দেয়া বিভিন্ন বাহিনী তাদেরকে তুলে নিয়ে গুম করছে, হত্যা করছে।

বক্তারা পার্বত্য চট্টগ্রামের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে বলেন, এখানে সেনাবাহিনীর সর্বেসর্বা। তারা প্রতিনিয়ত ইচ্ছেমত যে কাউকে গ্রেফতার করে নির্যাতন, বিনা বিচারে হত্যা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাকারে বন্দী করা, রাত-বিরাতে ঘরবাড়ি তল্লাশিসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত করছে। ১৯৯৬ সালে সেনাবাহিনীর কমান্ডার লে. ফেরদৌসের নেতৃত্বে নারী নেত্রী কল্পনা চাকমাকে অপহরণ, সম্প্রতি গত ১৫ মার্চ দীঘিনালায় ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলন (সৌরভ)-কে শারীরিক নির্যাতন করে হত্যা, ২০১৭ সালে নান্যাচরে পিসিপি নেতা রমেল চাকমাকে নির্যাতন করে হত্যাসহ আরো অনেক বিচার বহির্ভুত হত্যা ও ডজনের অধিক গণহত্যার ঘটনা সেনাবাহিনী দ্বারা সংঘটিত হয়েছে। কিন্তু এসব কোন ঘটনারই বিচার হয়নি, শাস্তি হয়নি জড়িত সেনা সদস্যদের।

বক্তারা পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠি ও সেনাবাহিনীর অন্যায়-অবিচার, দমন-পীড়ন, বিচার বহির্ভুত হত্যা-গুম, ভূমি বেদখল ও নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য ছাত্র-যুব-নারী সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মাইকেল চাকমার সন্ধানপূর্বক সুস্থ শরীরে তাকে ফিরিয়ে দেয়া, কল্পনা চাকমা’র চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের আইনের আওতায় এনে বিচার, ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলন, পিসিপি নেতা রমেল চাকমাসহ এ যাবত বিচার বহির্ভুত হত্যায় জড়িত সেনা সদস্যদের গ্রেফতার ও বিচার এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নেয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন