লক্ষ্মীছড়িতে সন্ত্রাসীরা ৯জন মোটর সাইকেল চালককে ধরে নিয়ে ১০ হাজার টাকা কেড়ে নিয়েছে

লক্ষ্মীছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় সেনা মদদপুষ্ট মুখোশ সন্ত্রাসীদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। তারা সেনাবাহিনীর ছত্রছায়ায় থেকে বেপরোয়া অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইয়ে নেমে পড়েছে। তাদের অত্যাচার থেকে সাধারণ মানুষজনও রেহাই পাচ্ছেন না।
গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি ২০২২) বর্মাছড়ি এলাকার ৯ জন মোটর সাইকেল চালক লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের বাদী পাড়া এলাকায় উক্ত সন্ত্রাসীদের কবলে পড়েন। সন্ত্রাসীরা তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা কেড়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোটর সাইকেল চালকরা বর্মাছড়ি হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের করোনা টিকা নিতে তাদের মোটর সাইকেলে করে ভাড়ায় উপজেলা সদরস্থ টিকাকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন।
সন্ত্রাসীদের কবলে পড়া মোটর সাইকেল চালকরা হলেন- ফিত্তি পাড়ার বাসিন্দা ১. সুকমল চাকমা, ২. রাহুল চাকমা ও ৩. রুবেল চাকমা; বর্মাছড়ি মুখ পাড়ার বাসিন্দা ৪. নিখিল চাকমা, ৫. প্রকৃতি চাকমা ও ৬. রিগেন চাকমা; মানেকছড়ি পাড়ার বাসিন্দা ৭. নাপিট চাকমা ও ৮. সুজন্ত চাকমা এবং বড়ইতলী পাড়ার বাসিন্দা ৯. প্রবীণ চাকমা।
জানা গেছে, গতকাল সকালে উক্ত ৯ জন মোটর সাইকেল চালক বর্মাছড়ি হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের করোনা টিকা নিতে লক্ষ্মীছড়ি উপজেলা সদরস্থ টিকা কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। যাবার পথে সকাল ১১টার দিকে লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের অন্তর্গত বাদি পাড়া এলাকা থেকে মায়াধন চাকমার নেতৃত্বে সেনা মদদপুষ্ট মুখোশ সন্ত্রাসীদের একটি দল তাদেরকে ধরে নিয়ে যায়। সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্মীছড়ি সেনা জোনের পার্শ্ববর্তী শিলাছড়ি নামক স্থানে একটি দোকনে নিয়ে যায়।
সেখানে নেয়ার পর সন্ত্রাসীরা হুমকি ধমকি দিয়ে সুকমল চাকমার কাছ থেকে ১,২০০ টাকা, রাহুল চাকমার কাছ থেকে ১২০০ টাকা, রুবেল চাকমার কাছ থেকে ১,২০০ টাকা, নিখিল চাকমার কাছ থেকে ১,২০০ টাকা, প্রকৃতি চাকমার কাছ থেকে ১,০০০ টাকা, রিগেন চাকমার কাছ থেকে ১,০০০ টাকা, নাপিট চাকমার কাছ থেকে ১,০০০ টাকা, সুজন্ত চাকমার কাছ থেকে ১,০০০ টাকা ও প্রবীণ চাকমার কাছ থেকে ১,২০০ টাকা টাকা কেড়ে নেয়। প্রায় দুই ঘন্টার মত আটকে রাখার পর সন্ত্রাসীরা তাদেরকে ছেড়ে দেয় বলে জানা গেছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উক্ত সন্ত্রাসী গ্রুপটি লক্ষ্মীছড়ি সেনা জোনের পাশে অবস্থান করে সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদ ও সহযোগিতায় এলাকায় খুন, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই সহ নানা অপকর্ম সংঘটিত করছে। তাদের এই অপকর্মে এলাকার জনগণ অতিষ্ঠ হলেও প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন