লক্ষ্মীছড়িতে সেনা মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে বাধা-হামলা উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
লক্ষ্মীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১২ মে ২০২৩

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে প্রশাসনের ছত্রছায়ায় অবস্থানরত সেনা মদদপুষ্ট সন্ত্রাসী সুজন চাকমা(দুর্জয়) কতৃক এসএসসি পরিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ও দুর্জয়কে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে নব্য মুখোশ দুর্বৃত্তদের বাধা ও সশস্ত্র হামলা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১২ মে ২০২৩) দুপুর দেড়টার সময় লক্ষ্মীছড়ি উপজেলা সদরের কুশিনগর বনবিহার এলাকা থেকে ‘লক্ষ্মীছড়ি উপজেলা সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা প্রদিক্ষিণ করে থানার সামনে এসে সমাবেশের পর আবার একই স্থানে গিযে শেষ হয়। মিছিল শিক্ষার্থী ছাড়াও শত শত জনতা অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালে সেনা মদদপুষ্ট নব্যমুখোশ সন্ত্রাসীরা প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় বাধা দেয় এবং ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়। কিন্তু মিছিলকারীরা তাদের বাধা উপেক্ষা করে মিছিলটি থানার সামনে নিয়ে এসে সেখানে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শুভ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী এলি চাকমা, ভিকটিম শিক্ষার্থীর পিতা দয়াল চাকমা। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষ্মীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক জয় চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের লক্ষ্মীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক শ্রেষ্ঠী চাকমা।

বক্তারা বলেন, সেনাবাহিনী সশস্ত্র দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিয়ে নারী ধর্ষণ, খুন-খারাবি, অপহরণসহ নানা অপরাধ সংঘটিত করছে। তাদের মদদপুষ্ট সন্ত্রাসী সুজন চাকমা (দুর্জয়) কর্তৃক নিজ বাড়িতে এসএসপি পরীক্ষার্থী ছাত্রীকে ধর্ষণের পরও তাকে আটক না করে রক্ষা করার অপচেষ্টা চালানো হচ্ছে। যার কারণে আজকে প্রকাশ্য দিবালোকে নব্যমুখোশ দুর্বৃত্তরা সশস্ত্রভাবে মিছিলে বাধা ও হামলা চালিয়েছে। কিন্তু প্রশাসন মিছিলে বাধাদানকারী সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এমতাবস্থায় সন্ত্রাসীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। তারা সেনা-প্রশাসনের সহায়তায় সেনা জোনের সেন্ট্রি পোস্টের পাশে উপজেলা কুটির শিল্প ভবনে অবস্থন করে নিজ জাতির বোনকে ধর্ষণ করতেও দ্বিধা করছে না।
বক্তারা আরো বলেন, জনগণই সকল শক্তির মূল উৎস। আজকে সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা সশস্ত্রভাবে বাধা প্রদান ও ফাঁকা গুলিবর্ষণ করেও ছাত্র-জনতার মিছিল থামাতে পারেনি। মনে রাখতে হবে লক্ষ্মীছড়ির জনতা সেনা সৃষ্ট বোরখা পার্টিকে মোকাবেলা করেছে। লক্ষ্মীছড়িবাসী সেনা মদদপুষ্ট এই দুর্বৃত্তদের বিরুদ্ধেও গণপ্রতিরোধ গড়ে তুলবে।
বক্তারা অবিলম্বে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে ধর্ষণকারী সুজন চাকমা দুর্জয়কে গ্রেফতার ও মিছিলে সশস্ত্র হামলা ও বাধাদানকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আ্ওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্ত্রাসীদের সেনা মদদদান বন্ধ করার জোর দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন