লামায় জীপ উল্টে স্কুল ছাত্র নিহত, আহত ৮
বান্দরবান প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
লামা: বান্দরবানের লামায় জীপ (চাঁদের গাড়ী) উল্টে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। তার নাম মেদোক মারমা (১২)। এসময় আরো ৮জন শিক্ষার্থী আহত হয়। সোমবার সকাল পৌনে ১০ টায় লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরঘাটা এলাকায় লামা-ডুলাহাজারা সড়কের ছলুমিয়াজি ঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র মেদোক মারমা নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দোহ্লাউ মারমার ছেলে ও সে লামা হরগাজা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে যাত্রী বোঝাই একটি জীপ ডুলাহাজারা যাচ্ছিল। গাড়ীটি ছলুমিয়াজি ঘাটা এলাকায় পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একটি পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মেদোক মারমা নামে এক স্কুল ছাত্র নিহত হয় ও ৮জন শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই লামা হরগাজা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শাহাজাহান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।