লামায় ভূমি রক্ষা আন্দোলনের সংগঠক মথি ত্রিপুরাকে গ্রেফতারের প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ
রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ০৩ মার্চ ২০২৩

“পার্বত্য চট্টগ্রামে অন্যায় ধরপাকড়, অব্যাহত ভূমি বেদখল ও নারী ধর্ষণ বন্ধ কর” শ্লোগানে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য মথি ত্রিপুরাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবিতে রামগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম রামগড় উপজেলা শাখা।
আজ শুক্রবার (০৩ মার্চ ২০২৩) দুপুর ১:০০টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা সভাপতি রনি ত্রিপুরা। এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক সুভাষ ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্যামেরণ দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা সভাপতি অসীম চাকমা।

বক্তারা মথি ত্রিপুরাকে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রশাসন বরাবরই ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজকে রক্ষা করে চলেছে। রাবার কোম্পানির কাছ থেকে সুবিধা নিয়েই পুলিশ মথি ত্রিপুরাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার করেছে।
তারা আরও বলেন, লামাসহ পার্বত্য চট্টগ্রামে অব্যাহতভাবে ভূমি বেদখল, নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনা সংঘটিত করা হচ্ছে। লামা সরই ইউনিয়ন থেকে ম্রো ও ত্রিপুরাদের উচ্ছেদের লক্ষ্যে শাসকগোষ্ঠি পরিকল্পিতভাবে ভূমিদস্যুদের দিয়ে জুমভূমি জবরদখল, হামলা, মামলা জারি রেখেছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মথি ত্রিপুরার নিঃশর্ত মুক্তি এবং অব্যাহত ভূমি বেদখল ও নারী নির্যাতন বন্ধের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন