লামায় ভূমি রক্ষা আন্দোলনের কর্মী রিংরং ম্রোর মুক্তির দাবি

0

রিংরং ম্রো’র মুক্তির দাবিতে বিএমএসএ’র প্রতিবাদ সমাবেশ, বান্দরবান প্রেস ক্লাব।
ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র সৌজন্যে


অন্য মিডিয়া ডেস্ক, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

বান্দরবানের লামা উপজেলায় ‘সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির’ নেতা রিংরং ম্রোর মুক্তির দাবিতে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে বান্দরবান শহরে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ম্রো স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (বিএমএসএ) শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে সংগঠনের উপজেলা কমিটির সভাপতি মাংয়ং ম্রো বলেন, “পাহাড়ে ম্রো জনগোষ্ঠী সবচেয়ে ভূমি আগ্রাসনের শিকার হয়ে আসছে। এতদিন প্রতিবাদ-প্রতিরোধ না থাকায় ভূমি দখল নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয় না। কিন্তু এখন প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে। সে কারণে আন্দোলনে থাকা কর্মীদের গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে।”

শিক্ষার্থী এডিসন চাকমা বলেন, “পাহাড়ে বছরে পর বছর ভূমি আগ্রাসনের শিকার হচ্ছে পাহাড়িরা। তার মধ্যে ম্রোরা সবচেয়ে ভিকটিম। বিভিন্ন কোম্পানি লিজের নাম করে শত শত একর জমি দখল করে নিয়েছে। কিন্তু এসব খবর সংবাদ মাধ্যমে সেভাবে আসছে না। আর যারা ভূমি রক্ষা আন্দোলন করে তাদেরকে গ্রেপ্তার করে নানাভাবে হয়রানি করা হয়।”

একই কথা বলেন শিক্ষার্থী উবাসিং মারমা।

সংহতি জানিয়ে সাবেক ছাত্রনেতা জন ত্রিপুরা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর আশা করেছিলাম, সারাদেশের মত পাহাড়েও পরিবর্তন আসবে। পাহাড়ে আগের মত হামলা, মামলা ও লুটপাট বন্ধ হবে। আইনশৃঙ্খলা বাহিনী জনগণের সেবক হবে।

“এরমধ্যে ছয়টা সংস্কার কমিশন করা হয়েছে। কিন্তু বাংলাদেশ যে পর্যায়ে যাচ্ছে, মনে হচ্ছে দেশে এখন আরেকটা যুদ্ধ চলছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ম্রো স্টুডেন্টস অ্যাসোসিয়েনের কেন্দ্রীয় সভাপতি তনয়া ম্রো। সমাবেশ শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More