লামায় ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা মথি ত্রিপুরার নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে ৩ সংগঠনের বিক্ষোভ
চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ০৩ মার্চ ২০২৩

“প্রাণ-প্রকৃতি ও পরিবেশ বিনষ্টকারী লামা রাবার ইন্ডাস্ট্রিজের ইজারা বাতিল কর” এই দাবি সম্বলিত শ্লোগানে লামা রাবার ইন্ডাস্ট্রিজের দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা মথি ত্রিপুরাকে বেআইনি আটকের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তি ও ম্রো-ত্রিপুরাদের নামে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
আজ শুক্রবার (০৩ মার্চ ২০২৩) বিকাল সাড়ে ৩ টায় নগরী ডিসি হিল সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগি পাহাড় মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গনতান্ত্রিক যুব ফোরাম নগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শুভ চাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের নগর সাধারণ সম্পাদক অমিত চাকমা প্রমুখ। সঞ্চালনা করেন পিসিপি নগর শাখার সদস্য পবিন চাকমা।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে লামা রাবার ইন্ডাস্ট্রিজের ষড়যন্ত্রমূলক মামলায় আটক ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা মথি ত্রিপুরার নিঃশর্ত মুক্তি এবং পাড়াবাসীদের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক বারবার গ্রামবাসীদের উপর আক্রমণ, ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া, বৌদ্ধ বিহার ভাঙচুর করা হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। পাড়াবাসীরা গত ১ জানুয়ারি রাতে রেংয়েন ম্রো পাড়ায় ম্রোদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চিহ্নিত অপরাধীদের নামে মামলা করলেও প্রশাসন নিশ্চুপ রয়েছে। প্রশাসনের ছত্রছায়ায় সে সকল দুর্বৃত্ত ভূমিদস্যুরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির পাড়াবাসীদের পক্ষে ন্যায্যতার সুপারিশ ও মানবাধিকার কমিশন কর্তৃক সেখানে পরিদর্শনের পরও অজানা কারণে তা ম্রো-ত্রিপুরা পাড়াবাসীদের উপর অত্যাচার থামছে না। বক্তারা এর জন্য লামা রাবার ইন্ডাস্ট্রিজের সাথে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্টতাকে দায়ী করেন। পুলিশ ভূমি বেদখলকারী লামা রাবার ইন্ডাস্ট্রিজের দুর্বৃত্তদের আটক না করে নিজ ভূমি রক্ষা আন্দোলনের সংগঠক মথি ত্রিপুরাকে আটকের ঘটনা তারই জ্বলজ্যান্ত প্রমাণ বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, গত ১ মার্চ লামা রাবার ইন্ডাস্ট্রিজ কোম্পানি কর্তৃক পাড়াবাসী ও ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতাদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় পুলিশ ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা মথি ত্রিপুরাকে লামার ক্যায়াজু পাড়া বাজার থেকে আটক করে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন