লামায় মথি ত্রিপুরাকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে কুদুকছড়িতে ৩ সংগঠনের বিক্ষোভ সমাবেশ
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ০৩ মার্চ ২০২৩

বান্দরবানে লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির অন্যতম নেতা মথি ত্রিপুরাকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটির কুদুকছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
আজ শুকবার (৩ মার্চ ২০২৩) সকাল ১০টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পিসিপি’র রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক তনুময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মমতা চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সদস্য কার্বন চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়নে রেংয়েন কার্বারী পাড়ায় ৪০০ একর ভুমি বেদখল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ।। সেখানে বসাবাসরত ম্রো ও ত্রিপুরাদের উচ্ছেদ করে রাবার বাগান সৃজন করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। সেখানাকার অধিবাসীদের ও সারা দেশের বিভিন্ন প্রগতিশীল সমাজের প্রতিবাদেও ভূমিদস্যুরা পিছপা হচ্ছে না।
বক্তারা আরো বলেন, লামা রাবার ইন্ডাস্ট্রিজ ম্রো পাড়াবাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগ-ভাঙচুর,পানির ঝিরিতে বিষ প্রয়োগসহ ভূমি রক্ষা আন্দোলনের নেতা কর্মীদের হামলার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। অথচ রাবার কোম্পানির মিথ্যা মামলায় পুলিশ গত ০১ মার্চ লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির অন্যতম নেতা মথি ত্রিপুরাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
বক্তারা বলেন, লামায় ভূমি বেদখল ও ম্রো-ত্রিপুরা পাড়াবাসীদের নির্যাতন-হয়রানি বন্ধ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে মথি ত্রিপুরাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন