লামায় মিথ্যা মামলায় আটক রিংরং ম্রোকে কারাগারে প্রেরণ

0

গতকাল (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিংরং ম্রোকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী একদল লোক।
ছবি: ভিডিও থেকে নেওয়া।


বান্দরবান প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বান্দরবানের লামায় গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আটক রিংরং ম্রো’কে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) তাকে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে রাবার কোম্পানির দায়েরকৃত সিআর ৩১৩/২২ মামলায় শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগাারে পাঠানোর নির্দেশন প্রদান করেন। এরপর পুলিশ তাকে কারাগারে নিয়ে যায়।

তার বিরুদ্ধে আদালতে বিচারাধীন আরেকটি মামলা (সিআর ২৯২/২২) আগামী বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

আটক রিংরং ম্রো লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সংগঠক। গতকাল সন্ধ্যায়  মামলার ওয়ারেন্ট ইস্যুর কথা বলে সাদা পোশাকধারী কয়েকজন লোক তাকে হাতকড়া পরিয়ে জোরপূর্বক আটক করে নিয়ে যায়।

ওয়ারেন্টের কথা বলা হলেও আটকের সময় ওয়ারেন্ট ইস্যুর কোন কাগজ দেখাতে পারেনি আটককারীরা।

আটকের পর তাকে

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ১ মার্চ পুলিশ ভূমি রক্ষা সংগ্রাম কমিটির অন্যতম সংগঠক মথি ত্রিপুরাকে আটক করেছিল। এরপর একই বছর ৩০ মার্চ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আদালতে জামিন চাইতে গেলে আদালত লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব ও লাংকম ম্রো পাড়ার কার্বারি লাংকম ম্রো’কে কারাগারে পাঠিয়েছিল। পরে উভয়ে তারা জামিনে মুক্তি লাভ করেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More