লামায় শ্বশুর বাড়িতে মগপার্টির নেতা গুলিতে নিহত

লামা, বান্দরবান ।। বান্দরবানের লামা উপজেলার রুপসিপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়ায় শ্বশুর বাড়িতে মংক্যচিং মারমা (৩৫) নামে একজন দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সেনা মদদপুষ্ট মগপার্টির সেকেন্ড ইন কমান্ড বলে জানা গেছে। তার বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায়।
জানা যায়, গতকাল সোমবার (৩ জানুয়ারি ২০২২) সন্ধ্যায় মংক্যচিং মারমা রাজস্থলী থেকে রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়ায় তার শ্বশুর বাড়িতে যান। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে ৫-৬ জনের একদল অস্ত্রধারী সেখানে এসে ঘরে ঢুকে তাকে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
অভিযোগ পাওয়া গেছে, এই ঘটনার একদিন আগে অর্থাৎ ২ জানুয়ারি (রবিবার) মংক্যচিং মারমার নেতৃত্বে মগপার্টির সন্ত্রাসীরা রাজস্থলীর বাঙ্গালহালিয়ার চৌধুরী পাড়া থেকে সিংনুমং মারমা নামে এক ব্যক্তিকে অপহরণ করে সোমবার দুপুরে ১০ লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয়। আর ওই টাকা নিয়েই মংক্যচিং মারমা লামায় তার শ্বশুর বাড়িতে চলে যায়।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
এই ব্যাপারে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, কারা কি কারনে মংক্যচিংকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। খুনীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন