লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা মথি ত্রিপুরাকে আটক করেছে পুলিশ!
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ০১ মার্চ ২০২৩

লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির অন্যতম নেতা মথি ত্রিপুরাকে মিথ্যা মামলায় পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
আজ বুধবার (০১ মার্চ ২০২৩) সন্ধ্যা ৭টার সময় সরই ই্উনিয়নের কেয়াজু বাজার পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র দায়ের করা মিথ্যা মামলা তাকে আটক করা হয় বলে জানা গেছে।
জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক রেংয়েন ম্রো পাড়ায় পাড়াবাসীদের ধর্মীয় প্রতিষ্ঠান অশোক বৌদ্ধ বিহারের জায়গা দখল করে ঘর নির্মাণ করা হয়। কিন্তু পাড়াবাসীদের প্রতিবাদ ও এসিল্যাণ্ডের নির্দেশে রাবার ইন্ডাস্ট্রিজের লোকেরা নিজেরা ঘর ভেঙে ফেলে তার জন্য ম্রো ও ত্রিপুরাদের দায়ি করে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করে।
উল্লেখ্য, রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃক অশোক বৌদ্ধ বিহারের জায়গা দখল করে ঘর নির্মাণ ও অব্যাহত ভূমি বেদখল প্রচেষ্টার প্রতিবাদে রেংয়েন ম্রো পাড়া, লাংকম ম্রো পাড়া ও জয়চন্দ্র ত্রিপরা পাড়াবাসী গত ২৬ ফেব্রুয়ারি মানববন্ধন করেছিলেন। একই ঘটনার প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি তারা ঢাকায় হাইকোর্টের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছিলেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন