লোগাঙ গণহত্যার বিচার হবে কবে?- গণতান্ত্রিক অধিকার কমিটি

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
লোগাঙ গণহত্যার বিচার না হওয়ার ঘটনায় গণতান্ত্রিক অধিকার কমিটি তীব্র নিন্দা জানিয়েছে।
গতকাল (১০ এপ্রিল) নিজস্ব ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কমিটি এ নিন্দা জানায়।
উক্ত পোস্টের সাথে জুড়ে দেওয়া একটি ফটোকার্ডে প্রশ্ন রাখা হয় “লোগাঙ গণহত্যার ৩৩ বছর, বিচার হবে কবে?”
গণতান্ত্রিক অধিকার কমিটির ফেসবুক পেজে দেওয়া পোস্টে লোগাঙ গণহত্যা নিয়ে বলা হয়, “পার্বত্য চট্টগ্রামে এক বিভীষিকাময় দিন ১০ এপ্রিল। বর্বরোচিত লোগাঙ গণহত্যা দিবস। ১৯৯২ সালের ১০ এপ্রিল পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার লোগাং গুচ্ছগ্রামের তিনজন পাহাড়ি নারী মাঠে গরু চড়াতে গেলে পার্শ্ববর্তী গুচ্ছগ্রামের কিছু সেটলার বাঙালী যুবক তাদের ধর্ষণের চেষ্টা করে। আত্মরক্ষার জন্য গরুর ঘাস কাটার কাস্তে দিয়ে আক্রমণকারীকে আঘাত করে, এর মধ্যে একজন যুবক পরে রক্তক্ষরণের ফলে মারা যায়। এই হত্যার জবাবে সামরিক-বেসামরিক প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিতি লোগাং গ্রামের পাহাড়ি ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া হয়।”
এতে আরো বলা হয়, “নিহতের সঠিক হিসেব না জানা গেলেও, প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কয়েকশ’ (ধারণা ১২শ’র অধিক) পাহাড়ি হতাহত হয়। অনেকে নিঁখোজ হয়ে যায়। সেদিন শিশু, বৃদ্ধ, নারী কেউই রেহাই পায়নি। অগ্নিসংযোগ করে ছাই করে দেওয়া হয় পাহাড়িদের ৭ শতাধিক ঘরবাড়ি। বর্বরোচিত এ গণহত্যার আজ (১০ এপ্রিল ২০২৫) ৩৩ বছর পূর্ণ হলেও বাংলাদেশ রাষ্ট্র ও এদেশের শাসকগোষ্ঠি-সরকার এ ঘটনা স্বীকার করেনি। এই গণহত্যার কোন বিচার ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক কোন পদক্ষেপ নেওয়া হয়নি আজও।”
নিন্দা জানিয়ে এতে বলা হয়, ৩৩ বছর পার হয়ে যাবার পরেও লোগাঙ গণহত্যার বিচার না হওয়ার ঘটনায় গণতান্ত্রিক অধিকার কমিটি তীব্র নিন্দা জানায়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।