শহীদদের স্মরণে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পিসিপি’র প্রদীপ প্রজ্জ্বলন

0

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমাবর, ১৯ আগস্ট ২০২৪

‘রক্তাক্ত জুলাই ২০২৪’ ও ‘স্বনির্ভর হত্যাকাণ্ড ২০১৮’-এ নিহত আবু সাঈদ-মুগ্ধ, তপন-এল্টন-পলাশসহ ফ্যাসিস্ট হাসিনার আমলে নিহত সকল শহীদদের সম্মানে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

রবিবার (১৮ আগস্ট ২০২৪) সন্ধ্যা ৭:৩০ টায় এই প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা। বক্তব্যর শুরুতে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্য শুভাশীষ চাকমা বলেন, বিগত সময়ে স্বৈরাচারি শাসক আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রামে জুম্ম দিয়ে জুম্ম নিধনের নীলনক্সা বাস্তবায়নের অংশ হিসেবে ঠ্যাঙাড়ে নব্যমুখোশ বাহিনী সন্ত্রাসী দল সৃষ্টি করে ২০১৮ সালের ১৮ আগস্ট খাগড়াছড়ি সদর স্বনির্ভরে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত করে। ঘটনার ৬ বছর পেরিয়ে গেলেও, চিহ্নিত খুনীরা প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়ালেও, তাদেরকে গ্রেফতার না করে উল্টো সেনা আশ্রয়ে রাখা হয়েছে।

শুভাশীষ চাকমা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-গণআন্দোলনে স্বৈরাচারি শাসক হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন পর্যায়ে আমুল পরিবর্তনের হাওয়া বইলেও পার্বত্য চট্টগ্রামের বেলায় এর কোন পরিবর্তনের আভাস আমরা পাচ্ছি না। সেখানে যুগ যুগ ধরে সেনা শাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে পাহাড়ের মানুষ দুর্বিষহ জীবন-যাপন করছে। সারাদেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে গ্রাফিতি আঁকা ও দেয়াল লিখনের সময় সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের হুমকি ও বাধা প্রদান, ছাত্রদের মারধর ও গ্রাফিতি মুছে দেয়া তারই জ্বলন্ত উদাহরণ বলে শুভাশীষ চাকমা মন্তব্য করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ-মুগ্ধসহ সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের পর দেশ নতুনভাবে স্বাধীন যেহেতু হয়েছে, সেহেতু পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়িদের জন্যও প্রয়োগকৃত সকল ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূরীকরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নিতে হবে।

উক্ত প্রদীপ প্রজ্জ্বল অনুষ্ঠানে পিসিপি ঢাকা শাখার সভাপতি নরেশ ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা ও পিসিপি ঢাকা শাখার নেতৃবৃন্দসহ ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ছাত্ররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ আগস্ট খাগড়াছড়ি সদরস্থ স্বনির্ভর বাজারে বিজিবি সদর দফতরের চেকপোস্ট ও পুলিশ ফাঁড়ির সামনে সেনাসৃষ্ট নব্য মুখোশ বাহিনী কর্তৃক ব্রাশ ফায়ারে নিহত হন তৎকালীন পিসিপি খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, সহ-সাধারন সম্পাদক এল্টন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সভাপতি পলাশ চাকমাসহ ৭ জন নিহত হন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More