শহীদ জুনান, রুবেল, ধনরঞ্জন ও অনিকের স্মরণে আয়োজিত গ্রাফিতি অংকন কর্মসূচী জোরপূর্বক বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ

0


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে একটি বিশেষ বাহিনীর মদদপুষ্ট পেটোয়া বাহিনী কর্তৃক সেপ্টেম্বর ২০২৪-এর শহীদ জুনান, রুবেল, ধনরঞ্জন ও অনিকের স্মরণে আয়োজিত “গ্রাফিতি অংকন কর্মসূচি” জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি ঊষাতন চাকমা।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) নিজের ফেসবুক আইডিতে প্রদত্ত এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমি মনে করি, শহীদদের স্মরণে আয়োজিত সাংস্কৃতিক ও অরাজনৈতিক কর্মসূচিতে এমন অগণতান্ত্রিক হস্তক্ষেপ পাহাড়ি জনগণের গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।

তিনি পেটোয়া বাহিনীর এই বেআইনি, কর্তৃত্ববাদী ও ফ্যাসিস্ট আচরণ অবিলম্বে বন্ধের জোর আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More