শহীদ জুনান-রুবেল-ধনরঞ্জন-অনিকদের স্মরণে গুইমারায় প্রদীপ প্রজ্বলন

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
২০২৪ সালের ১৯-২০ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সেনা-সেটলার হামলা ও সেনাবাহিনীর গুলিতে শহীদ জুনান চাকমা, রুবেল ত্রিপুরা, ধন রঞ্জন চাকমা ও অনিক চাকমার গুইমারা সচেতন ছাত্র সমাজের উদ্যোগে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭ টার সময়ে গুইমারা চাইন্দামনি বৌদ্ধ বিহারের প্রাঙ্গণে এই প্রদীপ প্রজ্বলন করা হয়।
উক্ত প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান থেকে শহীদের স্মরণ করে শোককে শক্তিতে পরিণত করার মাধ্যমে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।