শহীদ জুনান, রুবেল, ধন রঞ্জন ও অনিকের স্মরণে মহালছড়িতে স্মরণসভা

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
গত বছর ১৯-২০ সেপ্টেম্বর ২০২৪-এ দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সেনা-সেটলার হামলা-গুলিতে নিহত শহীদ জুনান, রুবেল, ধন রঞ্জন ও অনিকের স্মরণে মহালছড়িতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর, ২০২৫) “জতীয় অস্তিত্ব রক্ষার্থে লড়াই সংগ্রামে সামিল হোন” শ্লোগানে মহালছড়ি এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত স্মরণ সভায় বিজগ খীসার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিকাশ চাকমা ও এলাকার মুরুব্বি বরুন কান্তি চাকমা।
স্মরণসভার শুরুতে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা এক বছরেও অন্তর্বর্তীকালীন সরকার এ হামলা ও হত্যাকাণ্ডের বিচার না করায় ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত বছর জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই ১৯-২০ সেপ্টেম্বর ২০২৪ খাগড়াছড়ির দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটি শহরে পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। এতে দীঘিনালায় সেনাবাহিনীর নির্যাতনে নিহত হন ধন রঞ্জন চাকমা, খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় সেনাবাহিনীর নির্বিচার গুলিতে নিহত হন জুনান চাকমা ও রুবেল ত্রিপুরা এবং রাঙামাটিতে সেটলার বাঙালিরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে অনিক চাকমাকে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।