শহীদ প্রদীপ লাল চাকমা’র পিতা অনিল চন্দ্র চাকমা’র জীবনাবসান, ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা নিবেদন

0

শহীদ প্রদীপ লাল চাকমার পিতার মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

শহীদ প্রদীপ লাল চাকমার পিতা অনিল চন্দ্র চাকমার জীবনবসান হয়েছে। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যা ৭টার সময় খাগড়াছড়ি সদরস্থ খবংপুজ্জে গ্রামে তার মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর আগে দু’বার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর (জন্ম ৭ মে ১৯৫২)।

তাঁর মরদেহ পানছড়িতে নিয়ে এসে নিজ গ্রাম অনিল পাড়ার পাশের শ্মশানে আজ (১০ সেপ্টেম্বর) দাহক্রিয়া সম্পন্ন করা হয়।

এদিকে, দাহক্রিয়ার আগে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের পানছড়ি উপজেলা নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে প্রয়াত অনিল চন্দ্র চাকমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ বেলা ১:৩০টার সময় শ্রদ্ধা নিবদেনকালে উপস্থিত ছিলেন ইউপিডিএফের পানছড়ি ইউনিটের সমন্বয়ক আইচুক ত্রিপুরা সদস্য স্বাধীন চাকমা, জনম চকামা, প্রয়োজন চাকমা ও সুকেশ চাকমা; পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের পক্ষ থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা ও পানছড়ি উপজেলা সভাপতি মিনতি চাকমা;  গণতান্ত্রিক যুব ফোরামের পক্ষ থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা ও পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক পরান্টু চাকমা।


প্রয়াত অনিল চন্দ্র চাকমা গত ২৬ ডিসেম্বর ২০২৩ পানছড়িতে ইউপিডিএফের রজতজয়ন্তী উপলক্ষে পানছড়ি কলেজ মাঠে শিশু-কিশোরদের র‌্যালি পরবর্তী অনুষ্ঠানে শহীদ পরিবারের পক্ষস থেকে ইউপিডিএফের দলীয় পতাকা উত্তোলন করেছিলেন।

উল্লেখ্য, প্রয়াত অনিল চন্দ্র চাকমার ছেলে প্রদীপ লাল চাকমা পাহাড়ি গণপরিষদের নেতা ছিলেন। ১৯৯৮ সালের ৪ এপ্রিল পানছড়ির লতিবান এলাকায় জেএসএসের প্রধান সন্তু লারমার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা প্রদীপ লাল চাকমা ও কুসুমপ্রিয় চাকমাকে নৃশংসভাবে হত্যা করেছিল।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More