শহীদ বিপুল চাকমাসহ ৪ ছাত্র-যুব নেতার স্মরণে ‘স্মরিণকা’ প্রকাশ : শহীদ পরিবারের নিকট স্মরণিকা হস্তান্তর

0

স্মরণিকার প্রচ্ছদ 

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

পানছড়িতে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলায় শহীদ বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন ত্রিপুরার স্মরণে ‘মৃত্যুঞ্জয়ী’ নামে একটি স্মরণিকা প্রকাশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০টায় খাগড়াছড়ি ও পানছড়িতে চার শহীদ পরিবারের নিকট স্মরণিকাটির কপি তুলে দেওয়া হয়।

শহীদ লিটন চাকমার মা ও ভাইয়ের নিকট স্মরণিকা হস্তান্তর করছেন তিন সংগঠনের নেতৃবৃন্দ।

খাগড়াছড়িতে দ্রোণাচার্য পাড়ায় শহীদ লিটন চাকমার নিজ বাড়িতে গিয়ে তার মাতা বালা চাকমা ও বড় ভাই মতি বিকাশ চাকমার নিকট স্মরণিকাটি তুলে দেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি শান্ত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি ক্যমরুন দেওয়ান, হিল উইমেন্স ফেডারশেনর কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও খাগড়াছড়ি জেলা সভাপতি এন্টি চাকমাসহ ৩ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

শহীদ সুনীল ত্রিপুরার পিতার নিকট স্মরণিকার কপি তুলে দিচ্ছেন তিন সংগঠনের নেতা-কর্মীরা।

অপর দিকে পানছড়িতে শহীদ বিপুল চাকমার পিতা সুনয়ন চাকমা, শহীদ সুনীল ত্রিপুরার পিতা সুখেন্দু ত্রিপুরা, তার ভাবি (শহীদ কাথাং ত্রিপুরার সহধর্মিনী) অলকা রানি ত্রিপুরা, শহীদ রুহিন ত্রিপুরার সহধর্মিনী বাষ্পরানি ও কন্যা সাবিনা ত্রিপুরার  নিকট স্মরণিকা তুলে দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা ও পানছগি উপজেলা সভাপতি মিনতি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা সভাপতি সুনীল ময় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম উপজেলা সাধারণ সম্পাদক পরান্টু চাকমাসহ  ৪ সংগঠনের নেতৃবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন বর্তমান ২ নং চেঙ্গী ইউপি সদস্য মিন্টু চাকমা ও সাবেক ইউপি সদস্য শান্তি চাকমা।

শহীদ বিপুল চাকমার পিতার নিকট স্মরণিকা হস্তান্তর করছেন তিন সংগঠনের নেতৃবৃন্দ

শহীদ রুহিন ত্রিপুরার সহর্ধমিনী ও তার কন্যার নিকট স্মরণিকার কপি তুলে দিচ্ছেন ৩ সংগঠনের নেতাকর্মীরা

এসময় সন্তানের কথা স্মরণ করে শহীদ বিপুল চাকমার পিতা সুনয়ন চাকমা বলেন, বিপুলরা জাতির জন্য অধিকারের জন্য কাজ করতে গিয়ে হত্যার শিকার হয়েছে। এধরনের হত্যাকাণ্ড যেমনি মেনে নেওয়া যায় না, তেমনি কারোর কাম্যও নয়। যারা ভুক্তভোগী পরিবার, আত্মীয়-স্বজন শুধু তারাই জানে সন্তান-স্বামী-পিতা হারানোর বেদনা কি জিনিস। এই স্মরণিকায় অধিকারের জন্য বিভিন্ন স্থানে কাজ করার সময় তার সহপাঠীদের ছবি দেখে আমার অনেক স্মৃতি মনে পড়ছে। সংগঠন থেকে আমার সন্তানসহ ৪ শহীদের স্মরণে স্মরণিকা প্রকাশ করায় খুব ভাল লাগছে। মাঝে মাঝে এই বইটি দেখে আমার সময় কাটবে এবং বিপুল সহ যারা সেখানে শহীদ হয়েছেন তাদের স্মৃতি ধরে রাখতে পারব।

অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অদম্য নির্ভীক যোদ্ধা শহীদ বিপুল-সুনীল-লিটন-রুহিনের স্মরণে” প্রকাশিত স্মরণিকায় চার নেতা হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা, তাদের সংক্ষিপ্ত জীবনী, হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন সংগঠন-ব্যক্তির বিবৃতি, বিপুলদের স্মরণ করে বিভিন্ন জনের লেখা, হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ছবিসহ বিপুলদের বিভিন্ন কর্মকাণ্ডের ছবি রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ ডিসেম্বর রাতে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে (নব্যমুখোশ) সন্ত্রাসীরা পানছড়ি উপজেলার পুজগাঙের অনিল পাড়ায় একটি বাড়িতে হামলা চালিয়ে পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহসভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন ত্রিপুরাকে গুলি করে নির্মমভাবে হত্যা করে।  



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More