শহীদ বিপুল-সুনীল-লিটন-রহিনদের স্মরণে কুদুকছড়িতে স্মরণসভা

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
শহীদ বিপুল-সুনীল-লিটন-রুহিনদের স্মরণে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে চার সংগঠনের উদ্যোগে স্মরণসভা ও শহীদদের সংগ্রামী জীবনের স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
আজ বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) বেলঅ ২টার সময় ‘নারকীয় হত্যার’ ১ বছর উপলক্ষে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ এই কর্মসূচির আয়োজন করে।
‘শহীদের রক্তস্নানে জেগে ওঠো বীরের বেশে, যুক্ত হও পূর্ণস্বায়ত্বশাসনের লড়াইয়ে’ এই শ্লোগানে আয়োজিতস্মরণসভায় গনতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার অর্থ সম্পাদক ঝিমিত চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক বাবলু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সভাপতি রিমি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা সভাপতি রিনিসা চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দীপায়ন চাকমা।
স্মরণসভা শুরুতে শহীদ বিপুল, সুনীল, লিটন, রুহিনসহ অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে সকল শহীদদের সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, শহীদ বিপুল, সুনীল, লিটন, রুহিনরা জাতির সূর্য সন্তান। তারা নিজেদের ব্যক্তিস্বার্থ জলাঞ্জলী দিয়ে জাতির অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সেনা মদদপুষ্ট নব্য মুখোশ সন্ত্রাসীদের হাতে নিজের জীবন উৎসর্গ করেছেন। তারা জাতির সামগ্রিক স্বার্থ রক্ষা করতেই সংগঠনের সাথে যুক্ত হয়েছিলেন। তাদের আত্মবলিদানদ কখনো বৃথা যাবে না।
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, শাসকের দাসরা বিপুল, সুনীল, লিটন, রুহিনকে শারীরিকভাবে হত্যা করতে পারলেো তারা যে চেতনা লালন করেছেন তা কখনো হত্যা করা সম্ভব নয়। তাদের চেতনা ধারণ করে পার্বত্য চট্টগ্রামে শত শত বিপ্লবী জন্ম নেবে।


বক্তারা শহীদ বিপুল, সুনীল, লিটন ও রুহিনদের অসাপ্ত স্বপ্ন পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে ছাত্র-যুব-নারী সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
বক্তারা অবিলম্বে বিপুলসহ চার তরুণ নেতা খুনে জড়িত ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১১ ডিসেম্বর রাতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাঙের অনিলপাড়ায় একটি বাড়িতে রাতযাপনকালে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহসভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য সুনীল ত্রিপুরাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ডের এক বছরেও খুনিদের এখনো গ্রেফতার করা হয়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।