শহীদ বিপুল-সুনীল-লিটন-রুহিনদের স্মরণে লক্ষীছড়িতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
শহীদ বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন বিকাশ ত্রিপুরাকে হত্যার ২য় বার্ষিকীতে তাদের স্মরণ করে লক্ষীছড়িতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম, লক্ষীছড়ি উপজেলা শাখা।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় লক্ষীছড়ির হুদুকছড়ি এলাকায় আয়োজিত স্মরণসভায় লক্ষীছড়ি উপজেলা শাখার সভাপতি জয় চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুপায়ন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফের লক্ষীছড়ি ইউনিটের সংগঠক আপ্রুসি মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্যামরণ দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি কুনেন্টু চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের লক্ষীছড়ি উপজেলা অর্থ সম্পাদক মনিকা চাকমা।
সভা শুরুর পূর্বে চার শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণসভা বক্তারা বলেন, ২০২৩ সালের এই দিনে সেনা-মদতপুষ্ট ঠ্যাঙাড়ে বাহিনীর (নব্যমুখোশ) সন্ত্রাসীরা খাগড়াছড়ির পানছড়ি অনিল পাড়ায় পাহাড়ের উদীয়মান তরুণ নেতা বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন বিকাশ ত্রিপুরাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। দুই বছর অতিবাহিত হলেও সরকার এ হত্যাকাণ্ডের কোন বিচার করেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সংঘটিত এ নৃশংস হত্যাকাাণ্ডের বিচারে গণঅভ্যুত্থান পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকারও কোন পদক্ষেপ নেয়নি। এই বিচারহীনতা গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য উদ্বেগজনক বলে বক্তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, বিপুল–সুনীল–লিটন–রুহিন ছিলেন অধিকারহারা, নিপীড়িত পাহাড়ি জনগণের কণ্ঠস্বর। ভূমি বেদখল, নারী নির্যাতন, সেনা-শাসনসহ নানা দমন–পীড়নের বিরুদ্ধে তারা রাজপথে থেকে ছাত্র–যুব সমাজকে সংগঠিত করেছিলেন। এই কারণেই শাসকগোষ্ঠী নব্য রাজাকার বাহিনীকে দিয়ে তাদের হত্যার নীলনকশা বাস্তবায়ন করে।
বক্তারা অবিলম্বে চার ছাত্র–যুব নেতার হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
দিনব্যাপী স্মরণ কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টায় হুদুকছড়ি বাজারে চার শহীদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়। এতে এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
