শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পিসিপি’র শ্রদ্ধা নিবেদন

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
শহীদ বুদ্ধিজীবী দিবসে ’৭১ সালে পাক হানাদারদের হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
আজ রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় ঢাকায় মিরপুর-১ এ অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক বাহাদুর ত্রিপুরা ও দপ্তর সম্পাদক অংসালা মারমার নেতৃত্বে নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
